মেসেঞ্জারের দ্বন্দ্ব সড়কে: প্রাণ গেল কিশোরীর

ফেইসবুক মেসেঞ্জারে দুই ব্যক্তির বিতণ্ডার সূত্র ধরে দূর্ভাগ্যবশত প্রাণ গেছে এক মার্কিন কিশোরীর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 12:50 PM
Updated : 9 July 2017, 12:50 PM

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজ-এর প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ওহাইও অঙ্করাজ্যের ডেইটন শহরে নিজের শোবার ঘরে ছিলেন ১৪ বছর বয়সী ম্যাকেনা ক্রোনেনবার্গার নামের ওই কিশোরী।

মেসেঞ্জারে ১৮ বছর বয়সী জেসন টিডওয়েল ও ডিলান অ্যাঞ্জেল  নামের দুই ব্যক্তির মধ্যে বিতণ্ডার সূত্রপাত হয়। এক পর্যায়ে তারা টিডওয়েল-এর বাড়ির বাইরে মারামারি করতে সম্মত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা মারামারি করছিলেন এবং এক সময় টিওয়েল তার বাড়ির ভেতর থেকে একটি বন্দুক নিয়ে অ্যাঞ্জেলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এমন সময় অ্যাঞ্জেলও তার গাড়ি থেকে বন্দুক নিয়ে টিওয়েলের বাড়ির দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়েন।

পরবর্তী অভিযোগে বলা হয় গোলাগুলিতে অন্তত একটি বুলেট ক্রোনেনবার্গারের গায়ে লাগে এবং তার মৃত্যু হয়-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

টিডওয়েল ও অ্যাঞ্জেলকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাদেরকে ডেইটন মিউনিসিপ্যাল কোর্টে হাজির করা হয়। জুলাইয়ের ১৪ তারিখ মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করা হয়েছে।