ছাটাই ঘোষণার পর মাইক্রোসফট ছাড়লেন সিআইও

মাইক্রোসফট থেকে বিদায় নিয়েছেন জিম ডুবয়েস, তিনি এতদিন প্রতিষ্ঠানটির প্রধান তথ্য কর্মকর্তা বা সিআইও পদে কর্মরত ছিলেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 12:50 PM
Updated : 8 July 2017, 12:50 PM

বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে বলেছে, ডুবয়েস ১৯৯৩ সাল থেকে মাইক্রোসফটে কাজ করছিলেন। ২০১৩ সালে তিনি সিআইও পদে নিযুক্ত হন। এই পদে  তিনি মাইক্রোসফটের অভ্যন্তরীন আইটি বিভাগের দেখাশোনা করতেন।

চলতি সপ্তাহের শুরুতে মাইক্রোসফট তাদের ব্যবসায় বিশাল পরিবর্তন আনার মাধ্যমে ক্লাউড কম্পিউটিংয়ে মনযোগ দেওয়ার ঘোষণা দেয়। বৃহস্পতিবার মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, এই পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী ছাঁটাই করা হবে।

ডুবয়েস-এর প্রস্থান এই পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।

মাইক্রোসফটের করপোরেট কৌশল প্রধান কার্ট ডেলবেনে ডুবয়েসের দায়িত্ব নেবেন। ডেলবেনে-ও অনেকদিন ধরে মাইক্রোসফটে কাজ করছেন। তিনি সিআইও পদ পাবেন না, কিন্তু মাইক্রোসফটের অভ্যন্তরীণ আইটি বিভাগের দেখাশোনা করবেন। তিনি প্রধান ডিজিটাল কর্মকর্তা হিসেবে নতুন একটি পদ পেতে যাচ্ছেন।