কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ তাইওয়ানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে তাইওয়ান সরকার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 02:15 PM
Updated : 6 July 2017, 02:16 PM

পাঁচ বছর ধরে এআই গবেষণা কেন্দ্রে বছর প্রতি ৩২.৭৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করার পরিকল্পনা রয়েছে দেশটির,বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

ধারণা করা হচ্ছে এই বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে উন্নত খাতে আনার প্রয়াশ করছে তাইওয়ান।

এ ব্যাপারে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লিয়াং-গি চেন বলেন, “সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানের জন্য তাইওয়ানের এআই গুরুত্বপূর্ণ। এখন তাদের সুযোগ আছে এআইয়ের জগতে প্রবেশ করার এবং তাইওয়ানকে শুধু সে সুযোগ কাজে লাগাতে হবে।”

ইতোমধ্যেই বাইদু’র মতো চীনা প্রতিষ্ঠানগুলো এআই অ্যাপ্লিকেশনে বিনিয়োগ করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি সরবরাহের প্রয়াশ করছে তাইওয়ান।

প্রতিবেদনে আরও বলা হয়, তিন থেকে চারটি উদ্ভাবন কেন্দ্র তৈরি করবে তাইওয়ান। স্থানীয় এবং দেশের বাইরের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করারও ইচ্ছা রয়েছে তাদের। তাইওয়ানের পছন্দের তালিকায় এনভিডিয়া কর্পোরেশনও রয়েছে। বর্তমানে এআই চিপ তৈরিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি এনভিডিয়া।

এআই খাতে এই বিনিয়োগ দেশি বিদেশি মেধাবী গবেষক ও প্রকৌশলীদেরকেও আকৃষ্ট করবে বলেও জানিয়েছেন চেন।