সাইবার আক্রমণে কিশোর অভিযুক্ত

উচ্চমানের সাইবার হামলাগুলোতে ব্যবহৃত ম্যালওয়্যার সরবরাহের অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 12:09 PM
Updated : 5 July 2017, 12:09 PM

যুক্তরাজ্যের স্টকপোর্ট-এর ১৮ বছর বয়সী জ্যাক চ্যাপেল-এর বিরুদ্ধে অ্যামাজন ও ভোডাফোনসহ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোয় চালানো আক্রমণে ব্যবহৃত সফটওয়্যার সরবরাহে ওয়েব ব্যবসায় পরিচালনার অভিযোগ আনা হয়েছে। 

যেসব সাইটে আক্রমণের জন্য চ্যাপেল-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেগুলোর মধ্যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, বিবিসি, বিটি ও নেটফ্লিক্সও রয়েছে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

মঙ্গলবার তাকে ম্যানচেস্টারের একটি আদালতে হাজির করার কথা ছিল। এর পরবর্তী সংবাদ এখনও পাওয়া যায়নি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দাবি, এই কিশোর ডিনায়াল অফ সার্ভিস সফটওয়্যার সরবরাহ করেছেন। এই সফটওয়্যার ওয়েবসাইটগুলোতে একই সময়ে প্রচুর পরিমাণ ডেটা পাঠিয়ে ওয়েবসাইটগুলো কার্যত বিকল করে দেয়।

ইসরাইয়েলি পুলিশ, এফবিআই ও ইউরোপোল-এর ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টার-এর সহায়তায় যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল সাইবার ক্রাইম ইউনিট-এর তদনে এই কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ চালাতে সহায়তার অভিযোগে চ্যাপেল-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।