দ্বিতীয় বিলম্বে স্পেসএক্স
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2017 06:29 PM BdST Updated: 04 Jul 2017 06:29 PM BdST
-
ছবি- রয়টার্স
পরপর দুইবার রকেট উৎক্ষেপণে বিলম্ব করেছে স্পেসএক্স। সোমবার ফ্যালকন ৯ উৎক্ষেপণের আগের মুহুর্তে তা বাতিল করে প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-এর প্রতিবেদনে বলা হয়, রকেট উৎক্ষেপণের ১০ সেকেন্ড আগে প্রতিষ্ঠানটির কম্পিউটার সিস্টেম তা বাতিল করে। ‘ইনটেলস্যাট ৩৫ই’ নামের একটি বাণিজ্যিক যোগাযোগের স্যাটেলাইট মহাকাশে প্রেরণের কথা ছিল এতে।
উৎক্ষেপণ বাতিলের পর তাৎক্ষণিকভাবে মার্কিন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, “উৎক্ষেপণ বাতিলের একটি নির্ণায়ক ভঙ্গ করায় আজকের মতো যাত্রা স্থগিত করা হচ্ছে। রকেটের ভেতরের মালামাল ভালো আছে। ৪ জুলাই পরবর্তী উৎক্ষেপণের সুযোগ রয়েছে।”
স্পেসএক্স-এর ওই টুইটের কয়েক ঘন্টা পর প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক আরেক টুইট বার্তায় বলেন, “জুলাইয়ের চার তারিখ স্পেসএক্স রকেট ও লঞ্চ প্যাড ব্যবস্থার পূর্ণ যাচাইয়ে ব্যয় করবে। পাঁচ বা ছয় তারিখের আগে পরবর্তী উৎক্ষেপণ হবে না বলেও জানিয়েছেন তিনি।”
এর আগে রোববার মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করে স্পেসএক্স। সেবারও উৎক্ষেপণের ১০ সেকেন্ড আগে তা বাতিল করে প্রতিষ্ঠানটি।
সোমবার উৎক্ষেপণের সময় দুই দফা পিছিয়েছে স্পেসএক্স। সন্ধ্যায় উৎক্ষেপণের আগে সরাসরি সম্প্রচারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় তারা বিলম্বের কারণ খতিয়ে দেখছেন। আর রোববারের সমস্যা সমাধান করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে