‘লাইক’ থেকে ডেটা নিতে পারে ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2017 03:41 PM BdST Updated: 05 Jul 2017 05:59 PM BdST
-
ছবি- রয়টার্স
অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার পরও ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিং শনাক্ত করে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক- এমন অভিযোগে করা এক মামলা খারিজ করে দিয়েছেন এক মার্কিন বিচারক।
বাদীপক্ষের অভিযোগ, ফেইসবুক অন্যান্য ওয়েবসাইটে থাকা তাদের ‘লাইক’ বাটন ব্যবহার করে ব্যবহারকারী কোন কোন সাইট ব্রাউজ করছে সে তথ্য সংগ্রহ করে। এর মানে হচ্ছে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ব্রাউজিং নিয়ে বিস্তারিত তথ্য রাখতে পারে। ফেইসবুকের এমন আচরণ দেশটিতে থাকা প্রাইভেসি আইন লঙ্ঘন করে বলে দাবি বাদীপক্ষের, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জেলা বিচারক এডওয়ার্ড ডেভিলা এই মামলা খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, বাদীপক্ষ প্রাইভেসি নিয়ে তাদের কোনো যুক্তিসঙ্গত আশা ছিল বা তারা কোনো বাস্তবিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এমনটা প্রমাণে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, বাদীরা চাইলে তাদের ব্রাউজিং ডেটা প্রাইভেট রাখতে পদক্ষেপ নিতে পারতেন। এক্ষেত্রে ‘ইনকগনিটো মোড’ ব্যবহারের উদাহরণ দেন তিনি। ফেইসবুক অবৈধভাবে তাদের যোগাযোগে আড়ি পেতেছে এমন কিছুও তারা দেখাতে পারেননি বলে মন্তব্য বিচারকের। ডেভিলা বলেন, “ফেইসবুকের অনধিকার প্রবেশ সহজেই ব্লক করা যেত, কিন্তু বাদীপক্ষ এমনটা করেননি।”
তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইটে ‘লাইক’ বাটন থাকলে, সেখান থেকে তথ্য নিতে পারে ফেইসবুক। যেমন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সাইট থেকে সরাসরি কনটেন্ট ফেইসবুকে শেয়ার করার বা লাইক দেওয়ার সুযোগ রয়েছে। এখন কেউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সাইট ব্রাউজ করলে এই ব্রাউজিংয়ের তথ্য ফেইসবুক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- দুই প্রতিষ্ঠানের কাছেই যাবে।
“ওয়েব ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে একই তথ্য দুই পক্ষকে পাঠানো হলে, এর মানে এটা দাঁড়ায় না যে একটি পক্ষ ব্যবহারকারীর সঙ্গে অন্য পক্ষের যোগাযোগে অনধিকার প্রবেশ করছে”- মন্তব্য ডেভিলা’র।
বাদীপক্ষ আর প্রাইভেসি বা আড়িপাতা নিয়ে অভিযোগ আনতে পারবে না, কিন্তু চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনতে পারেন বলেও জানান তিনি।
ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।”
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার