হাজারো কর্মী ছাঁটাইয়ে মাইক্রোসফট?

বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করতে পারে মাইক্রোসফট, সম্প্রতি প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2017, 08:52 AM
Updated : 4 July 2017, 08:52 AM

ক্লাউড সেবায় মনোযোগ দিতে নিজেদের ব্যবসায় নতুনভাবে সাজানোর অংশ হিসেবে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ছাঁটাই কার্যক্রম পরিচালনা করবে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

টেকক্রাঞের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট সম্ভবত তাদের অ্যাজিউর পণ্য কীভাবে বিক্রি করা হবে শুধু সেদিকেই বিশেষভাবে নজর দেবে।

চলতি সপ্তাহেই এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে আর এর ফলে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ব্যবসায়ের ‘অনাবশ্যক’ কর্মীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন, সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ।

সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের অ্যাজিউর ব্যবসায় উন্নতি করছে। প্রতিষ্ঠানটির চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাজিউর ব্যবসায় থেকে আয় প্রায় দ্বিগুণ হয়েছে, শতকরা হিসেবে উন্নতিটা ৯৩ শতাংশ। 

স্বদেশীয় প্রতিষ্ঠান অ্যামাজনের একই খাতের ব্যবসায় অ্যামাজন ক্লাউড সার্ভিসেস-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা অব্যাহত রাখতে হবে অ্যাজিউর-কে।

২০১৬ সালের জুলাইয়ে মাইক্রোসফট এক ঘোষণায় বলে, তারা পুরো বছরে বাড়তি ২৮৫ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বিশেষত বর্তমান স্মার্টফোন ব্যবসায় থেকে বেশি কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়। চলতি বছর জানুয়ারিতে প্রতিষ্ঠানটি বলে, তারা আগের ঘোষণার অংশ হিসেবে সাতশ’ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

বাড়তি কোনো তথ্য প্রকাশ না করে সিএনবিসি-কে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, “মাইক্রোসফট আমাদের গ্রাহক ও অংশীদারদের আরও উন্নত সেবা দিতে পরিবর্তন আনতে যাচ্ছে।”