জুলাইয়ে নতুন রুপে আসছে গ্যালাক্সি নোট ৭

বিস্ফোরণ আর অগ্নিঝুঁকির কারণে ফেরত নেওয়া গ্যালক্সি নোট ৭ স্মার্টফোনের ‘রিফার্বিশড’ সংস্করণ ৭ জুলাই থেকে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হবে, রোববার এ তথ্য প্রকাশ করেছে স্মার্টফোনটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 11:14 AM
Updated : 2 July 2017, 11:14 AM

এক বিবৃতিতে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, ‘গ্যালাক্সি নোট ৭ ফ্যান এডিশন’ নামে চার লাখ হ্যান্ডসেট ছাড়া হবে। প্রতিটি স্মার্টফোনের দাম রাখা হচ্ছে ৬১১ ডলার, যা মূল গ্যালাক্সি নোট ৭-এর ছাড়ার সময় থাকা মূল্যের চেয়ে ৩০ শতাংশ কম। ব্যবহার করা হয়নি কিন্তু ফেরত নেওয়া হয়েছে এমন নোট ৭ ডিভাইস ও উপাদানগুলো দিয়ে নতুন এই সংস্করণ বানানো হয়েছে, রয়টার্স-এর প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। 

মূল নোট ৭-এর ব্যাটারিগুলোর তুলনায় রিফার্বিশড সংস্করণের ব্যাটারিগুলোর সক্ষমতা কম হবে। তবে, ফেরত নেওয়ার পর সেগুলোতে নতুন নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি স্যামসাংয়ের। 

এই রিফার্বিশড নোট ৭ অন্যান্য বাজারে ছাড়া হবে কিনা তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানতি। তবে, এই স্মার্টফোন ভারত বা যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছে স্যামসাং।

চলতি বছর স্যামসাং গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।