সেপ্টেম্বরেই নোট ৮?

চলতি বছর সেপ্টেম্বরে নিজেদের এখন পর্যন্ত সবচেয়ে দামি গ্যালাক্সি ফোন নোট ৮ উন্মোচন করতে পারে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। এর আগে স্মার্টফোনটি অগাস্টে আনা হবে বলে ধারণা করা হচ্ছিল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 09:57 AM
Updated : 25 June 2017, 09:57 AM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে নোট ৮ অ্যাপলের আসন্ন আইফোনের সঙ্গে প্রায় একই সময়ে বাজারে আসবে। আসন্ন এই আইফোনে ব্যবহার করা হবে এএমওএলইডি ডিসপ্লে ও আইওএস ১১।

স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর দাম নয়শ’ ডলার হবে বলে ধারণা করা হচ্ছে, সে হিসেবে এটিই হবে প্রোডাকশন মডেলগুলোর মধ্যে সবচেয়ে দামী স্মার্টফোন। একইভাবে, আসন্ন আইফোনও অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হবে বলে ধারণা হচ্ছে, এর দাম হতে পারে এক হাজার ডলার।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, নোট ৮ অগাস্টের মাঝামাঝি সময়ে আনা হবে। গ্যালাক্সি এস৮-এর মতো বাঁকানো পর্দা রাখা হবে নোট ৮-এ। তবে, এস৮-এর ৬.২ ইঞ্চির তুলনায় কিছুটা বড় হবে নোট-এর পর্দা। আগের বছর উন্মোচন করা গ্যালাক্সি নোট-৭ এর পর্দার মাপ ছিল ৫.৭ ইঞ্চি।