মেইল স্ক্যান বন্ধ করবে গুগল

ব্যক্তিভেদে বিজ্ঞাপন তৈরিতে জিমেইল কনটেন্ট স্ক্যান করা চলতি বছরের শেষে বন্ধ করে দেওয়া হবে, শুক্রবার এ কথা বলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট অধীনস্থ গুগল। সেই সঙ্গে বিস্তৃত পরিসরে ব্যবহৃত এই ইমেইল সেবাকে নিজদেরে এন্টারপ্রাইজ জি সুট-এর সঙ্গে একই লাইনে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 02:20 PM
Updated : 24 June 2017, 02:20 PM

গুগল কম্পিউটিং ক্লাউড প্রধান ডায়ান গ্রিন-এর এক ব্লগ পোস্টে এই সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়। তিনি ২০১৫ সালে গুগলে যোগ দেন ও তার কারণেই প্রতিষ্ঠানটির ক্লাউড ব্যবসায় এত দ্রুত উন্নতি করেছে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

বিনামূল্যে জিমেইল ব্যবহারকারীদের মেইল আদানপ্রদান বিশ্লেষণা নিয়ে গুগলের চর্চা প্রাইভেসিবিষয়ক উদ্বেগের কারণে সমালোচিত হয়ে আসছিল।

২০১৬ থেকে গুগলের জি সুট ব্যবসায় ব্যবহারকারী এন্টারপ্রাইজের সংখ্যা বাড়ছে। বর্তমানে এ সেবার জন্য ৩০ লাখেরও বেশি প্রতিষ্ঠান অর্থ পরিশোধ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।   

অন্যদিকে, বিশ্বব্যাপী গুগলের জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটিরও বেশি।

প্রাইভেসির কারণে সম্প্রতি গুগল তাদের সার্চ রেজাল্ট থেকে বিনা অনুমতিতে থাকা ব্যক্তিগত মেডিকেল রেকর্ডগুলো সরানোর সিদ্ধান্ত নিয়েছে।