টেসলা ছাড়লেন অটোপাইলট প্রধান

প্রতিষ্ঠান ছেড়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার অটোপাইলট সফটওয়্যার প্রধান ক্রিস ল্যাটনার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 10:40 AM
Updated : 21 June 2017, 10:40 AM

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, যোগদানের ছয় মাসেরও কম সময়ের মধ্যে টেসলা ছেড়েছেন তিনি-- খবর রয়টার্স-এর।

মঙ্গলবার রয়টার্স-কে দেওয়া এক ইমেইল-এ প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “টেসলা’র জন্য ক্রিস সঠিক ব্যক্তি ছিলেন না এবং আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”

এ দিকে ল্যাটনার বলেন, “দেখা গেছে টেসলা আমার জন্য ভালো সুযোগ নয়।”

জানুয়ারিতে টেসলায় যোগদানের পূর্বে এক দশকের বেশি সময় ধরে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-এ কাজ করেছেন তিনি।

এক টুইট বার্তায় ল্যাটনার বলেন, “একজন অভিজ্ঞ প্রকৌশলী নেতার জন্য আকর্ষণীয় ভূমিকার কথা শুনতে আমি আগ্রহী।”

টেসলার অটোপাইলট ফিচারটি হাইওয়েতে গাড়িকে নিজে থেকে চলতে সহায়তা করে। তবে, একে স্বয়ংক্রিয় চালনা বলা যাবে না। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক একে চালকের সহায়তাকারী সিস্টেম হিসেবে ব্যাখ্যা দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গাড়ি দূর্ঘটনায় সমালোচিত হয় প্রতিষ্ঠানটির অটোপাইলট ফিচার। এমন এক দুর্ঘটনায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

সমালোচনার মুখে অটোপাইলট ফিচার বাতিল করারও প্রশ্ন ওঠে। কিন্তু এই ফিচারে নতুন আপডেট এনে মাস্ক ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন অটোপাইলট ফিচার গাড়িতে থাকছে, তা বাতিল করা হচ্ছে না।