সাংবাদিকদের উপর মেক্সিকোর নজরদারি
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2017 04:59 PM BdST Updated: 20 Jun 2017 04:59 PM BdST
-
ছবি- রয়টার্স
ফোন হ্যাকিংয়ের মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মেক্সিকো সরকারের বিরুদ্ধে নথি দাখিল করেছে দেশটির কয়েকজন সুপরিচিত সাংবাদিক ও প্রচারণাকর্মী।
সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, অপরাধী আর সন্ত্রাসীদের উদ্দেশ্যে যে স্পাইওয়্যার ব্যবহার করার কথা তা সাংবাদিক ও প্রচারণাকর্মীদের উদ্দেশ্যেও ব্যবহৃত হচ্ছে। এই প্রতিবেদনের পরই এই অভিযোগ দাখিল করা হল, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা মেসেজগুলো পরীক্ষার পর দেখা যায় এই সফটওয়্যার সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে।
মেক্সিকান সরকারের একজন মুখপাত্র ‘সুনিশ্চিতভাবে’ এই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সরকারি সংস্থাগুলোর কাছে ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ পেগাসাস নামের এই সফটওয়্যার বিক্রি করে। এ ক্ষেত্রে শর্ত ছিল এটি শুধুই অপরাধী ও সন্ত্রাসীদের তদন্ত করতে ব্যবহার করা যাবে।
এই সফটওয়্যার স্মার্টফোনে প্রবেশ করে কল, টেক্সট ও অন্যান্য যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারে। সেই সঙ্গে এটি কোনো ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা চালু করে দিতে পারে। কিন্তু সন্দেহভাজন অপরাধীদের উদ্দেশ্যে ব্যবহারের জায়গায় এটি মেক্সিকো’র সাংবাদিক, দুর্নীতি বিরোধী প্রচারণাকর্মী ও আইনজীবীদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
এ নিয়ে নয়জন একটি অভিযোগ দাখিল করেছেন। মেক্সিকো সিটি-তে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক কারমেন আরিস্তেগুই রাষ্ট্রের বিরুদ্ধে এই অপরাধমূলক কার্যক্রম চালানোর অভিযোগ আনেন। তিনি বলেন, “মেক্সিকান রাষ্ট্রের দূতরা, তাদের বৈধভাবে যা করা উচিৎ তার চেয়ে অনেক দূর পর্যন্ত যাচ্ছে, তারা সাংঘাতিক অপরাধ ঠেকাতে আমাদের সম্পদ, কর আর অর্থ ব্যবহার করেছে।”
প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো-এর এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার দেশের আইন মেনে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা কাজ পরিচালনা করে।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার