প্রযুক্তিকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2017 04:57 PM BdST Updated: 20 Jun 2017 04:57 PM BdST
-
ছবি- রয়টার্স
-
ছবি- রয়টার্স
-
ছবি- রয়টার্স
সোমবার অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফটসহ ১৮টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে সরকারের কম্পিউটিং সিস্টেমগুলোকে আরও কার্যকরী করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহায়তা চাওয়া হয়েছে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস সরকারের তথ্য প্রযুক্তি ব্যবস্থা আপডেট করতে, খরচ কমাতে ও সেবা উন্নত করতে চায়। সোমবার ট্রাম্প প্রত্যাশিত হিসাবের উদ্ধৃতি দিয়ে বলেন, সরকার এসব পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সামনের ১০ বছরে এক ট্রিলিয়ন ডলার খরচ বাঁচাতে পারে। তিনি বলেন, “প্রযুক্তি বিপ্লবের সঙ্গে সরকারের তাল মেলানো দরকার।”

ছবি- রয়টার্স
অ্যাপল প্রধান টিম কুক বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উচিৎ সবচেয়ে আধুনিক সরকার হওয়া। কিন্তু আজ এটি তা নয়।”
অ্যামাজন প্রধান জেফ বেজোস বলেন, তিনি চেয়েছেন ট্রাম্প প্রশাসন প্রযুক্তি, কর্মীদের পুনরায় প্রশিক্ষণ, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক ব্যবহার চালু করবে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে প্রযুক্তি কর্তারা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, অর্থমন্ত্রী স্টিভ মানচিন, বাণিজ্য মন্ত্রী উইলবার রস ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আর ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি-এর প্রেসিডেন্ট-এর সঙ্গে ১০টি ছোট বৈঠক করেন।

ছবি- রয়টার্স
টিম কুক, মাইক্রোসফট প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলা ও জেফ বেজোস ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন অ্যালফাবেট চেয়ারম্যান এরিক স্মিড, ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ক্লেইনার পার্কিন্স চেয়ারম্যান জন ডয়ের, আইবিএম প্রধান গিনি রমেটি, ইনটেল প্রধান গর্ডন মুর, কোয়ালকম প্রধান নির্বাহী স্টিভেন মলেনকফ, ওরাকল প্রধান নির্বাহী, অ্যাডোবি সিস্টেমস-এর প্রধান নির্বাহী শান্তানু নারায়েন উপস্থিত ছিলেন। ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ-কে আমন্ত্রণ জানানো হলেও তিনি সে সময় অন্য কাজ থাকায় উপস্থিত হতে পারেননি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
-
ক্রিপ্টোর খেলায় গোল করতে পারবেন রোনালদো?
-
টেসলার নতুন ফ্যাক্টরি ‘টাকা পোড়ানোর কারখানা’
-
এক চাপে দুই কাজ করবে স্টিলসিরিজের কিবোর্ড
-
‘নোটস’-এর খবর নিশ্চিত করেছে টুইটার
-
যে কারও কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)