‘এ৩৮০’ আপগ্রেড করবে এয়ারবাস

বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী প্লেন ‘এ৩৮০’-কে আপগ্রেড করার পরিকল্পনা উন্মোচন করেছে নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 04:22 PM
Updated : 19 June 2017, 04:22 PM

বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়, নতুন ‘এ৩৮০প্লাস’ প্লেনের জ্বালানী খরচ কমানো এবং ভেতরে আরও বেশি আসনের জন্য জায়গা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘প্যারিস এয়ারশো’ সামনে রেখে প্লেনটির আপগ্রেড পরিকল্পনার ঘোষণা দিয়েছে তারা।

আপগ্রেড করা নতুন প্লেনের পাখার নতুন নকশা দেখা যাবে। এতে প্লেনের ‘অ্যারোডাইনামিকস’ আরও উন্নত হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আরামের সঙ্গে কোনো আপস না করে কেবিন এমনভাবে নকশা করা হয়েছে যাতে ৮০টি পর্যন্ত বাড়তি আসন রাখা যাবে।”

আপগ্রেড করার এই পরিকল্পনাকে ‘এ৩৮০’ প্লেনের বিক্রি বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে বেশ কমেছে এই প্লেনের বিক্রি। অন্যান্য প্লেনগুলোতে এ৩৮০-এর তুলনায় ছোট টুইন-ইঞ্জিন ব্যবহার করায় পরিচর্যা ও উড্ডয়নের খরচ কম। ফলে চাহিদা কমেছে এ৩৮০-এর।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবী নতুন প্লেনে আগের চেয়ে চার শতাংশ কম জ্বালানী খরচ হবে। প্লেনের পাখার নতুন নকশার কারণে বাতাসের ধাক্কা কম হওয়ায় জ্বালানী খরচ কমবে বলে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানের বিক্রয় প্রধান জন লিয়াই বলেন, “উন্নত কার্যকারিতার সঙ্গে প্লেনটি আরও ভালো অর্থনীতি আনতে পারে।”

এয়ারবাস-এর পক্ষ থেকে বলা হয়, নতুন প্লেনে এয়ারলাইনগুলোর আসন প্রতি মূল্য ১৩ শতাংশ কমতে পারে।