শেয়ারবাজারে আসতে পারে রোভিও
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2017 08:17 PM BdST Updated: 16 Jun 2017 08:17 PM BdST
-
ছবি- রয়টার্স
ভবিষ্যতে শেয়ারবাজারে আসতে পারে অ্যাংরি বার্ডস গেইমের নির্মাতা প্রতিষ্ঠান রোভিও। চীনের টেনসেন্ট হোল্ডিংস প্রতিষ্ঠানটিকে কিনে নিতে পারে- এমন সংবাদ প্রতিবেদন নাকচ করে দিয়ে এ তথ্য প্রকাশ করে ফিনিশ মোবাইল গেইম ও অ্যানিমেশন স্টুডিওটি।
সম্প্রতি নাম প্রকাশ না করা সূত্রে প্রযুক্তি সাইট ইনফরমেশন-এর প্রতিবেদনে বলা হয়, টেনসেন্ট রোভিও-কে কেনার জন্য তিনশ’ কোটি ডলারের একটি প্রস্তাব দিতে পারে। সেই সঙ্গে রোভিও শেয়ারবাজারে আসার কথাও বিবেচনা করতে পারে বলে উল্লেখ করা হয়।
রয়টার্স-এর খবরে বলা হয়, শুক্রবার ইনফরমেশন-এর ওই প্রতিবেদন নিয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক ইমেইলে বলা হয়, “আমরা আর আমাদের শেয়ারধারীরা নিয়মিত রোভিও’র আরও উন্নয়ন নিয়ে বিভিন্ন বিকল্প উপায় যাচাই করছি।”
“রোভিও’র অব্যাহত প্রবৃদ্ধির সমর্থন দিতে ও এর কৌশলগত লক্ষ্যগুলো পূরণে ভবিষ্যতে শেয়ারবাজারে যাত্রা শুরু করা হতে পারে। তবে, রোভিও আর এর মালিকরা এখনও আইপিও ছাড়া নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।”
এ নিয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে টেনসেন্ট-কে পাওয়া যায়নি বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কয়েক বছর ধরে আয় কমতে থাকা, কর্মী ছাঁটাই আর বিনিয়োগ উত্তোলনের মধ্য দিয়ে ফেলেও, ২০১৬ সালে রোভিও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। অ্যাংরি বার্ডস সিনেমা প্রকাশ প্রতিষ্ঠানটিকে লাভে ফিরিয়ে আনতে সহায়তা করেছে।
রোভিও’র সহ-প্রতিষ্ঠাতা নিকলাস হেড-এর চাচা কাজ হেড বর্তমানে এই প্রতিষ্ঠানের ৭০ শতাংশ শেয়ারের মালিক।
২০১৬ সালে টেনসেন্ট ফিনল্যান্ডের আরেক বড় গেইম নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল-কে ৮৬০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয়।
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি