স্পটিফাইয়ের সক্রিয় ব্যবহারকারী ১৪ কোটিতে

সঙ্গীত ও ভিডিও স্ট্রিমিং সেবাদাতা সুইডিশ প্রতিষ্ঠান স্পটিফাইয়ের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ১৪ কোটির বেশি হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 01:29 PM
Updated : 16 June 2017, 01:29 PM

২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ২৯০ কোটি ইউরো’র বেশি, যা ২০১৫ সালের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির পরিচালনা লোকসানের পরিমাণ প্রায় একই হারে বেড়ে ৩৪ কোটি ৯৪ লাখ ইউরো হয়েছে।

স্পটিফাই শেয়ারবাজারে যাত্রা শুরুর পরিকল্পনা করছে, এ কারণে সর্বশেষ এই অংকগুলো নজরদারির মধ্যে থাকবে বলেই বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিষ্ঠানটি বলে, “আমাদের লক্ষ্যে পৌঁছানো ত্বরান্বিত করতে আমরা আমাদের পণ্য ও বিপনণ কার্যক্রমগুলোতে নিরলস বিনিয়োগ অব্যাহত রাখব।”

২০১৬ সালে প্রতিষ্ঠানটির মোট লোকসানের পরিমাণ ৫৩ কোটি ৯২ লাখ ইউরো, যা ২০১৫ সালের তুলনায় দ্বিগুণ। অর্থ পরিশোধ করে এর বিজ্ঞাপনহীন প্রিমিয়াম সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা দুই কোটি থেকে বেড়ে ৪.৮ কোটি হয়েছে।

স্পটিফাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল মিউজিক-এর গ্রাহক সংখ্যা এখন ২.৭০ কোটি, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ। স্পটিফাইয়ে থাকলেও অ্যাপল মিউজিকে কোনো বিনামূল্যের সেবা নেই। 

স্পটিফাইয়ে বর্তমানে তিন কোটিরও বেশি গান রয়েছে। এজন্য সামনের দুই বছরের মধ্যে রেকর্ড প্রতিষ্ঠানগুলোকে দুইশ’ কোটি ইউরো দেওয়ার চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।