‘মার্স রোভার’ উন্মোচন করেছে নাসা

মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য নতুন একটি বাহনের কনসেপ্ট উন্মোচন করেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 11:22 AM
Updated : 13 June 2017, 11:22 AM

জনপ্রিয় হলিউডি সিনেমা ব্যাটম্যান সিরিজের ‘ব্যাটমোবিল’-এর চেয়েও বেশি ‘স্টাইলিশ’ বলা হয়েছে নতুন ‘মার্স রোভার’-কে। আগের সপ্তাহে কেনেডি স্পেস সেন্টারের একটি বিশেষ আয়োজনে কনসেপ্ট যানটি উন্মোচন করে নাসা, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে।

যানটির সামনে ও পেছনের অংশ দুই ভাগে বিভক্ত। সামনের অংশ নকশা করা হয়েছে অনুসন্ধানের জন্য, যেখানে রেডিও এবং জিপিএস ন্যাভিগেশন রাখা হয়েছে।

আর এটির পেছনের অংশে রাখা হয়েছে ল্যাবরেটরি। স্বয়ংক্রিয় গবেষণার জন্য সামনের অংশ থেকে বিচ্ছিন্ন করা যায় এটি।

২০২০ সালে মঙ্গল গ্রহে যাত্রা করার প্রত্যাশা করছে নাসা। এতে ঠিক এই রোভারটিই ব্যবহার করা না হলেও এর থেকে ধারণা নিয়ে পরবর্তী রোভারগুলো নকশা করা হবে।

শুধু নাসা-ই নয়, আগের বছরই ২০২০ সালে মঙ্গল গ্রহে যাত্রার পরিকল্পনার কথা জানিয়েছে চীন। এর জন্য নিজেদের রোভারও তৈরি করছে দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বেশ কিছু স্থানে নতুন মার্স রোভারটি প্রদর্শনের কথা রয়েছে নাসা’র।