ট্রাম্পের সঙ্গে বৈঠক ওয়াটারবোর্ডিংয়ের সমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠককে মদ্যপ অবস্থায় ওয়াটারবোর্ডিংয়ের সঙ্গে তুলনা করেছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার-এর সাবেক প্রধান নির্বাহী ডিক কসটোলো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 09:57 AM
Updated : 11 June 2017, 09:57 AM

শীঘ্রই সিলিকন ভ্যালি’র শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠককে সামনে রেখেই তিনি মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করা মানে এক বোতল জিন পান করে নিজে নিজে ওয়াটারবোর্ডিং করা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত টুইটারের নেতৃত্ব দিয়েছেন কসটোলো।

শনিবার এক টুইট পোস্টে কসটোলো বলেন, “আপনি যদি এই বৈঠকের দাওয়াত না পান অথচ বৈঠকের অভিজ্ঞতা জানতে চান, শুধু এক বোতল জিন পান করুন এবং নিজে নিজে ওয়াটারবোর্ডিং করুন।”

প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সিলিকন ভ্যালির নেতা এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জটিল সম্পর্ক চলে আসছে। নির্বাচনী প্রচার চলাকালীন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেশ কিছু মতবিরোধ কমাতে ইতোমধ্যেই ডিসেম্বরে অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প।