প্লেইসড-কে কিনল স্ন্যাপ

‘প্লেইসড’ নামের এক স্টার্টআপ-কে কিনে নিয়েছে ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাট-এর মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2017, 04:39 PM
Updated : 6 June 2017, 04:39 PM

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক স্টার্টআপ প্লেইসড গ্রাহকদের স্থান বিশ্লেষণা প্লাটফর্ম পরিচালনা করে। প্রতিষ্ঠানটিকে স্ন্যাপচ্যাট প্রায় ২০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে। 

আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি স্ন্যাপের সবচেয়ে বেশি মূল্যের ক্রয়।

এক ব্লগপোস্টে প্লেইসড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেভিড শিম বলেন, “শেষ ১২ মাস ধরে, প্লেইসড স্টোর ভিজিট নিয়ে মিডিয়া খাতে ৫০ কোটি ডলারেরও বেশি খরচের পদক্ষেপ নিয়েছে।” এর মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানভিত্তিক এ খাতে শীর্ষস্থান দখল করছে বলেও দাবি তার।  

স্ন্যাপের সঙ্গে অংশীদারে যাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি “আরও ভালো করবে” বলেও মত দিয়েছেন তিনি।

স্ন্যাপ-এর স্ন্যাপচ্যাট অ্যাপের বর্তমানে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি ৬০ লাখ, যারা প্রতিদিন ১৮ বারেরও বেশি অ্যাপটি ব্যবহার করে থাকেন। 

প্রতিষ্ঠার পর থেকে স্ন্যাপ ১০টিরও বেশি স্টার্টআপ কিনেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান কিনে নেয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ১১ কোটি ডলারের বিনিময়ে মোবাইল সার্চ অ্যাপ ভার্ব-কেও কিনে নিয়েছে।