অতঃপর হ্যাকিং নিয়ে মুখ খুললেন পুতিন

‘দেশপ্রেমিক’ রুশ নাগরিকরা হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন, এমনটাই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 02:18 PM
Updated : 2 June 2017, 03:31 PM

তিনি বলেন, এমন ব্যক্তিরা “রাশিয়ার বিরুদ্ধে যারা বাজে কথা বলছেন তাদের বিরুদ্ধে  ন্যায্য লড়াইয়ে” যুক্ত হতে পারেন।  এক্ষেত্রে তিনি হ্যাকারদের শিল্পীদের সঙ্গে তুলনা করে বলেন, শিল্পীরা যেমন সারাদিন ছবি আঁকেন, হ্যাকাররাও তাদের প্রতিপক্ষকে আক্রমণের মাধ্যমে দিন পার করেন। 

২০১৬ সালে তার প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হ্যাকড করেছে বলে থাকা অভিযোগ আবারও প্রত্যাখান করেছেন পুতিন, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। তিনি বলেন, এই কার্যক্রম কখনোই সরকারি পর্যায়ে হয়নি আর  হ্যাকাররা ভোটারদের মন প্রভাবিত করতে পারেন না বলেই মত প্রকাশ করেন তিনি।

কয়েকজন মার্কিন রাজনীতিবিদ-এর মতে, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় জড়িত থাকতে পারে। চলতি বছর মার্চে মার্কিন গোয়েন্দা সংস্থা এই অভিযোগ তদন্ত করার কথা নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প-এর  প্রশাসন নির্বাচনে এ ধরনের প্রভাবের কথা বরাবরই অস্বীকার করে আসছে।