ফেইসবুক মেসেঞ্জারে রমজান অ্যালার্ট

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন এক ফেইসবুক মেসেঞ্জার বট- বট বাবা-তে যুক্ত হয়েছে ‘রামাদান অ্যালার্ট’। এটি তৈরি করেছে প্রেনিউর ল্যাব নামে স্থানীয় একটি প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 11:18 AM
Updated : 31 May 2017, 11:18 AM

এআই ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ব্যবহার করে এই বটগুলো তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বট হচ্ছে এমন একটি প্রযুক্তি কৌশল যার মাধ্যমে কম্পিউটার নিজেই ব্যবহারকারীর সঙ্গে কথা বলে এবং তার আদেশ নিয়ে কাজ করতে পারে।

প্রেনিউর ল্যাব

ফেইসবুক ব্যবহারকারীরা কোনো আলাদা ডিভাইস বা অ্যাপ ইনস্টল না করেই শুধু ফেইসবুকে মেসেজ দিয়ে বট ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে সেহরি ও ইফতারের অ্যালার্ট পাওয়া যাবে ফেইসবুক মেসেঞ্জারের ইনবক্সে।

বাংলাদেশের যে কোনো স্থানে ফেইসবুক থেকে স্বয়ংক্রিয়ভাবে সহজেই সেহরি বা ইফতারের সময়সূচী পাওয়া যাবে বিনামূল্যে।

প্রতিদিন বিকাল ৫ টায় ইফতার অ্যালার্ট এবং ভোর ৩ টায় সেহরি ও ফজর নামাজের অ্যালার্ট ফেইসবুক ইনবক্সে পাওয়া যাবে। এছাড়া ব্যবহারকারী চাইলে যেকোনো সময় সেহরি ও ইফতারের সময় এবং কোরআনের আয়াত জেনে নিতে পারবেন এর মাধ্যমে।

সেবাটি পেতে ফেইসবুকের BotBabaAI পাতায় গিয়ে মেসেজ দিলে বট নিজে নিজে কথা বলা শুরু করবে।