অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারে আক্রান্ত ৩.৬৫ কোটি

নতুন এক অ্যান্ড্রয়েড ম্যালওয়ারের সন্ধান পেয়েছেন নিরাপত্তা গবেষকরা। এতে ৩.৬৫ কোটি ব্যবহারকারী আক্রান্ত হয়ে থাকতে পারেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 11:12 AM
Updated : 31 May 2017, 11:12 AM

৪০টিরও বেশি অ্যাপে ‘জুডি’ নামের এই ম্যালওয়্যার পাওয়া গেছে, যার অধিকাংশই ‘কয়েক বছর’ ধরে গুগল প্লে থেকে ডাউনলোড করা হচ্ছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গবেষণা প্রতিষ্ঠান চেকপয়েন্ট-এর গবেষকরা বলেন, জুডি “আক্রান্ত ডিভাইসগুলো থেকে বিভিন্ন বিজ্ঞাপনে বিশাল সংখ্যক জাল ভুয়া দিতে ব্যবহৃত হয়, এর মাধ্যমে এর পেছনে থাকা হোতারা আয় করে নিচ্ছেন।”

আক্রান্ত অ্যাপগুলোর মধ্যে ৪১টি কিনিউইনি নামের এক কোরীয় প্রতিষ্ঠানের বানানো বলে বলা হচ্ছে। গুগল প্লে-তে এই অ্যাপগুলো এনিস্টুডিও কর্পোরেশন-এর নামে নিবন্ধিত।

এই অ্যাপগুলোর মধ্যে ‘শেফ স্টাডি: পিকনিক লাঞ্চ মেকার’-এর মতো রান্না ও ফ্যাশনবিষয়ক গেইমও রয়েছে।

অস্বাভাবিকভাবে, অধিকাংশ আক্রান্ত অ্যাপই ব্যবহারকারীদের কাছ থেকে উচ্চ মানের রেটিং পাওয়া। কিন্তু এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া রেটিং না হয়ে জালিয়াতির মাধ্যমে করা হয়ে থাকতে পারে।

এক ব্লগ পোস্টে চেকপয়েন্ট-এর পক্ষ থেকে বলা হয়, “উচ্চ রেটিং সব সময় অ্যাপটি ব্যবহারের জন্য নিরাপদ বলে ইঙ্গিত করে না।”

“হ্যাকাররা তাদের অ্যাপগুলোর মূল ইচ্ছা লুকিয়ে রাখতে পারে , এমনকি ব্যবহারকারীদের ইতিবাচক রেটিং দিতে প্রভাবিত করতে পারে, অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর অজান্তেই।”

অন্যান্য অ্যাপ ডেভেলপারের বানানো কিছু অ্যাপেও এই ম্যালওয়্যার পাওয়া গেছে।

ইতোমধ্যে গুগল-কে এই ম্যালওয়্যারের বিষয়ে জানানো হয়েছে ও প্লে স্টোর থেকে আক্রান্ত অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে।