ডিজনি’র সিনেমা হাতছাড়া ‘হয়নি’

মার্কিন গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান ডিজনি’র প্রধান তার প্রতিষ্ঠানের নতুন সিনেমাগুলোর মধ্যে একটি হ্যাকাররা ফাঁস করার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন, বিশ্বজুড়ে সাম্প্রতিক র‍্যানসমওয়্যার হামলা চালানোর পর এ খবর প্রকাশিত হল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 09:58 AM
Updated : 27 May 2017, 09:58 AM

সে সময় ডিজনি প্রধান বব আইগার নির্দিষ্টভাবে সিনেমার নাম না নিলেও, এটি ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ বলে ধারণা করা হয়। কিন্তু এবার আইগার ইয়াহু ফিনান্স-কে বলেছেন, “আমাদের জানামতে আমরা হ্যাকড হইনি”, খবর বিবিসি’র।

“আমরা এই হুমকি গুরুত্বের সঙ্গে নিয়েছি কিন্তু আমাদের কাছে যা চেয়ে হুমকি দেওয়া হয়েছে আমরা সেভাবে কিছু করিনি।”

“এটি সত্য ছিল বলে আমরা বিশ্বাস করি না আর কিছুই হয়নি।”

র‍্যানসমওয়্যার হামলা নিয়ে আলোচনা চলার সময় এক প্রতিবেদনে বলা হয়, ডিজনি’র মুক্তি না পাওয়া একটি চলচ্চিত্র হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকাররা। শুরুতে চলচ্চিত্রটির প্রথম পাঁচ মিনিট প্রকাশ করে দেওয়া হবে, তারপর প্রতিষ্ঠানটি বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ না দিলে প্রতি ধাপে ২০ মিনিট করে ছাড়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ চলচ্চিত্রের নাম ও মুক্তিপণের অংক প্রকাশ করা হয়নি। চলতি গ্রীষ্মে প্রতিষ্ঠানটি বড় বাজেটের দুটি চলচ্চিত্র ছাড়ার কথা ছিল। এগুলো হচ্ছে - ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ ও ‘কারস ৩’।

আইগার আরও বলেন, “আজকের দুনিয়ায়, সাইবার নিরাপত্তা একটি উত্তপ্ত বিষয়।”

“আমরা প্রযুক্তিকে শত্রুর চাইতে বন্ধু হিসেবেই বেশি দেখতে চাই”, যোগ করেন তিনি।