আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না: জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2017 06:56 PM BdST Updated: 23 May 2017 06:56 PM BdST
-
প্রিসিলা ও জাকারবার্গের পঞ্চম বিবাহবার্ষিকীতে ফেইসবুকে জাকারবার্গের পোস্ট করা ছবি।
২০১৭ সাল শুরুর সময় নতুন বছরে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যের মানুষের সঙ্গে দেখা করবেন বলে ‘চ্যালেঞ্জ’ নেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। তার এমন ঘোষণার পর থেকেই তিনি কী রাজনীতিতে আসছেন কিনা এমন প্রশ্ন উত্থাপিত হয়। তিনি প্রেসিডেন্ট প্রার্থীতায় লড়বেন- শোনা যায় এমন গুঞ্জনও, যদিও এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার আবারও এমন ইচ্ছার কথা অস্বীকার করেছেন তিনি, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে।
রোববার এক ফেইসবুক পোস্টে বলেন, “কেউ কেউ জিজ্ঞাসা করছেন এই ‘চ্যালেঞ্জ’-এর মানে সরকারি পদের জন্য চেষ্টা চালাচ্ছি কিনা।” এই চ্যালেঞ্জের ব্যাখ্যায় তিনি বলেন, “এর উদ্দেশ্য হচ্ছে আমরা ফেইসবুকের আমাদের প্রায় দুইশ’ কোটি মানুষের সম্প্রদায়কে আমাদের সর্বোচ্চ সেবা দিচ্ছি ও চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এর মাধ্যমে সমান সুযোগ প্রচারণায় সর্বোত্তম কাজ করছি তা নিশ্চিত করা।”
২০১৬ সালের ডিসেম্বরের শুরুতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, জাকারবার্গ তার প্রতিষ্ঠানের শেয়ার পুনর্গঠন চুক্তিতে এমন একট ধারা রেখেছেন যার সঙ্গে তার প্রেসিডেন্ট প্রার্থীতার সম্ভাবনার সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে জাকারবার্গ-এর নিজের ফেইসবুক প্রোফাইল ছবি তুলতে সাবেক হোয়াইট হাউস ফটোগ্রাফার-কে নিয়োগ দেওয়া, বারাক ওবামা’র সাবেক প্রচারণা কর্মী ডেভিড প্লাফ ও জর্জ ডাব্লিউ বুশ-এর সাবেক প্রচারণা কর্মী কেন মেলম্যান-কে সিজেডআই-এ নিয়োগ দেওয়ার মাধ্যমে গুঞ্জনটা আরও পোক্ত হয়।
এক সূত্রের বরাতে মার্কিন সাইট বাজফিড জানায়, জাকারবার্গ ব্যাক্তিগতভাবে এসব গুঞ্জন অস্বীকার করলেও তিনি রাজনৈতিকভাবে আরও বেশি সক্রিয় হতে পারেন।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শতকোটিরও বেশি ব্যবহারকারীর সাইট ফেইসবুকে ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে সমালোচনায় বারবার শিরোনামে আসেন জাকারবার্গ। কিন্তু তিনি বরাবরই পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে এসেছেন।
চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেডআই)-এর জন্যই কাজ অব্যাহত রাখবেন বলে চলতি বছর জানুয়ারিতে জানান তিনি। ২০১৫ সালে তিনি এই দাতব্য সংস্থায় তার হাতে থাকা ফেইসবুকের শেয়ারের ৯৯ শতাংশ দান করে দেওয়ার অঙ্গীকার করেন।
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি