বেইসবল ম্যাচ সরাসরি সম্প্রচারে ফেইসবুক

সরাসরি অনুষ্ঠান প্রচার খাতে নিজেদের বিস্তৃতি বাড়াতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেইসবল (এমএলবি)-এর সঙ্গে চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক। চলতি মৌসুমে লিগের ২০টি খেলা সম্প্রচার করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 01:42 PM
Updated : 19 May 2017, 01:42 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে ফেইসবুক বলে, শুক্রবার এ লিগের একটি খেলা সরাসরি সম্প্রচার করা হবে। যুক্তরাষ্ট্রের সব ফেইসবুক ব্যবহারকারী এটি উপভোগ করতে পারবেন, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

চলতি বছর ফেব্রুয়ারিতেই ফেইসবুক ও এমএলবি প্রতি সপ্তাহে একটি গেইম সম্প্রচার নিয়ে আলোচনা করছে বলে খবর বের হয়।

ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোও একই রকম অনুষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে। মাইক্রোব্লগিং সাইট টুইটার চলতি মাসে ডাব্লিউএনবিএ-এর সঙ্গে নারী বাস্কেটবল প্রচারের চুক্তি করে। এর আগের মাসে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এনএফএল-এর সঙ্গে ছেলেদের পেশাদার ফুটবল (রাগবি) প্রচারের চুক্তি করে।

বেইসবল প্রচারের ক্ষেত্রে অংশগ্রহণকারী দলের স্থানীয় সম্প্রচার সত্ত্বাধিকারদের ফিড ব্যবহার করবে বলে জানিয়েছে ফেইসবুক।

এক বিবৃতিতে ফেইসবুকের গ্লোবাল স্পোর্টস পর্টনারশিপ বিভাগের প্রধান ড্যান রিড বলেন, “প্রতি সপ্তাহে সরাসরি একটি খেলা সম্প্রচারের মাধ্যমে, মেজর লিগ বেইসবল জাতীয়ভাবে এর সামাজিক অভিজ্ঞতা নতুনভাবে দেখতে পারবে।”

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেইসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংস্থা ১৮ কোটি ২০ লাখ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।