মানসিক স্বাস্থ্যে সবচেয়ে বাজে ইনস্টাগ্রাম

কমবয়সীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলার ক্ষেত্রে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম-কে সবচেয়ে বাজে সামাজিক মাধ্যম হিসেবে আখ্যা পেয়েছে, যুক্তরাজ্যে এক জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 12:34 PM
Updated : 19 May 2017, 12:34 PM

রয়াল সোসাইটি ফোর পাবলিক হেলথ-এর করা এই জরিপে ১৪-২৪ বছর বয়সী ১৪৭৯ জনকে ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেইসবুক ও টুইটার ব্যবহারে তাদের সুস্থ থাকা ও স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়ে তা জিজ্ঞাসা করা হয়, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।  

জরিপে অংশগ্রহণকারীদের ১৪টি স্বাস্থ্য ও সুস্থ থাকা বিষয়ে প্রতিটি প্লাটফর্মকে নাম্বার দিতে বলা হয়। এই রেটিংয়ের ফলাফলে দেখা যায়, মানসিক স্বাস্থ্যে প্রভাবের ক্ষেত্রে ইউটিউব সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখে, তারপর টুইটার ও ফেইসবুক। 

সবচেয়ে কম স্কোর পায় স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম।

জরিপের প্রতিবেদনে বলা হয়, কমবয়সীদের “মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া সামাজিক মাধ্যম ত্বরান্বিত করতে পারে।”

প্রায় ৯০ শতাংশ কমবয়সী সামাজিক মাধ্যম ব্যবহার করেন- যা অন্য যে কোনো বয়সীদের চেয়ে বেশি।  এ কারণে তাদের উপর প্রভাবের ঝুঁকিটাও বেশিই থাকে, বলা হয়েছে প্রতিবেদনে।