চুরি করা তথ্য ফেরত দিতে উবারকে নির্দেশ

গুগলের স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েইমো’র থেকে নেওয়া হাজারো ‘অপহৃত’ নথি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উবার-কে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 10:07 AM
Updated : 16 May 2017, 10:07 AM

অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওয়েইমো’র করা মেধাসত্ত্ব সম্পত্তি চুরির মামলায় এই নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো’র বিচারক উইলিয়াম আলসাপ। শুধু তাই নয়, মামলার মূল ব্যক্তি অ্যান্থনি লেভানডস্কি-কে উবারের স্বচালিত গাড়ির প্রকল্পে নির্দিষ্ট কিছু কাজ করতে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে উবারের বিরুদ্ধে মামলা করে ওয়েইমো। তাদের দাবি, স্বচালিত গাড়ির প্রতিযোগিতায় এগিয়ে যেতে গুগলের থেকে চুরি করা প্রযুক্তির সহায়তা নিয়েছে উবার।

উবারের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ‘ওটো’-এর বিরুদ্ধে এ মামলা করে ওয়েইমো। আগের বছর ৭০ কোটি মার্কিন ডলার মূল্যে ওটো নামের ওই প্রতিষ্ঠানটি কেনে উবার।

মামলায় অভিযোগ আনা হয় ওয়েইমো’র সাবেক ব্যবস্থাপক অ্যান্থনি লেভানডস্কি প্রতিষ্ঠান ছাড়ার সময় এর তথ্য নিয়ে যান। ওয়েইমো ছেড়ে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসেবে একটি ভেনচার তৈরি করেন, যা বর্তমানে ‘ওটো-তে পরিণত হয়েছে।

মামলায় বলা হয়, লেভানডস্কি প্রতিষ্ঠান ছাড়ার সময়, “১৪ হাজার অতি গোপনীয় তথ্য এবং নকশার ফাইল ডাউনলোড করেন।”

উবার দাবি করেছে, স্বচালিত প্রযুক্তি সম্বলিত ওয়েইমো’র ১৪ হাজার ফাইল কখনোই তাদের সার্ভারে রাখা হয়নি।

“নথি প্রমাণ করে যে লেভানডস্কি অবৈধভাবে যেসব তথ্য ওয়েইমো’র থেকে নিয়েছে তা উবার কখনোই ব্যবহার করেনি,”--উবার।

এর আগে মামলার এক শুনানিতে উবারকে তাদের কম্পিউটারে আরও অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছেন স্যান ফ্রান্সিসকো জেলা বিচারক উইলিয়াম আলসাপ। শুনানিতে তিনি উবারের আইনজীবীকে বলেন, “আপনারা যথেষ্ট পরিমাণে অনুসন্ধান করেননি।”

আলসাপ আরও বলেন, উবার লেভানডস্কির থেকে তথ্য বের করার জন্য চাপ দেয়নি। তথ্য না দিলে তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়ার হুমকিও দেয়নি।

এবার মামলার রায়ে আলসাপ বলেন, “তথ্য প্রমাণ এটি ইঙ্গিত করে যে, লেভানডস্কি ওয়েইমোর ১৪ হাজার নথি চুরি করেছেন যা ওয়েইমোর মেধাসত্ত্ব সম্পত্তি হতে পারে, এটা জানা উচিত ছিল বা জেনেই তাকে নিয়োগ দিয়েছে উবার। ”

চলতি মাসের মধ্যেই উবার-কে অবশ্যই ওয়েইমো বা আদালতের কাছে নথিগুলো ফিরিয়ে দিতে হবে। আর উবার-এর লিডার প্রযুক্তিতে কাজ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লেভানডস্কিকে।

রায়কে স্বাগত জানিয়ে ওয়েইমো’র মুখপাত্র জনি লু বলেন, “ল্যাব ও রাস্তায় উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতা হওয়া উচিত, বেআইনী কার্যক্রমের মাধ্যমে নয়।”

মামলার বিচারক আরও বলেন, ওয়েইমোর চুরি করা মেধাসত্ত্ব সম্পত্তির কিছু অংশ স্বচালিত গাড়ির প্রযুক্তিতে ব্যবহার করেছে উবার, সবগুলো নয়।

সোমবার স্বচালিত গাড়ির প্রযুক্তি পরীক্ষায় উবারের মূল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান লিফট-এর সঙ্গে চুক্তি করেছে ওয়েইমো।