ডিসপ্লে নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কর্নিংয়ে ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
Published : 13 May 2017, 01:32 PM
আগের সপ্তাহেই অ্যাপল প্রধান টিম কুক ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে উন্নতমানের উৎপাদন কাজের চাকুরির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একটি তহবিলে ১০০ কোটি মার্কিন ডলার রাখবে প্রতিষ্ঠানটি। এবার ওই তহবিল থেকেই প্রথম বিনিয়োগ পেতে পারে কর্নিং, বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।
শুক্রবার অ্যাপলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় তহবিল থেকেই ২০ কোটি মার্কিন ডলার পাবে কর্নিং।
অ্যাপলের এই বিনিয়োগ গবেষণা ও উন্নয়নের কাজে লাগানোর পাশাপাশি সরঞ্জামের চাহিদা পূরণ এবং ‘স্টেট-অফ-দ্য-আর্ট’ ডিসপ্লে উৎপাদনের কাজে ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য কাঁচের পর্দা তৈরি করে থাকে কর্নিং, এর মধ্যে অ্যাপলের পণ্যও রয়েছে।
২০০৭ সালে কর্নিং যখন ব্যবসা হারিয়ে প্রায় ডুবতে বসেছে, তখনই অ্যাপলের প্রথম আইফোনের জন্য ডিসপ্লে তৈরির ঠিকাদারী পায় কর্নিং এবং প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ায়। অ্যপলের ওই ঠিকাদারী না হলে যেমন কর্নিং টিকতে পারত না, তেমনি জীবদ্দশায় অ্যপল সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস একাধিকবার স্মরণ করেছেন- কর্নিংয়ের ডিসপ্লে না হলে আইফোন বানানো যেত না।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, “কর্নিং একটি দারুণ উদাহরণ যারা উদ্ভাবন করেই চলেছে এবং তারা দীর্ঘ সময় ধরে অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।”
তিনি আরও বলেন, “প্রথম আইফোন দিয়ে ১০ বছর আগে এই অংশীদারিত্ব শুরু হয় এবং আজ বিশ্বের যেকোন স্থান থেকেই গ্রাহক আইফোন বা আইপ্যাড ক্রয় করেন, তারা যুক্তরাষ্ট্রে তৈরি কাঁচ স্পর্শ করেন।”
কেনটাকি’র হ্যারডসবার্গ-এ মূল উৎপাদন কেন্দ্র রয়েছে কর্নিংয়ের। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ওয়েন্ডেল উইকস বলেন, অ্যাপলের এই বিনিয়োগে এই প্ল্যান্টটির উন্নয়ন হতে পারে।