দেশের বাজারে গ্যালাক্সি এস ৮

স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের হাতে পৌঁছে দিয়েছে প্রি-অর্ডার করা ফ্ল্যাগশিপ ডিভাইসের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস৮ এবং এস৮+।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 11:13 AM
Updated : 12 May 2017, 11:19 AM

গ্যালাক্সি এস৮ এবং এস৮+ প্রি-অর্ডার করার মাধ্যমে গ্রাহকরা স্যামসাং ডেস্ক স্টেশন ও স্যামসাং ওয়ারলেস স্পিকার বটল এ দু’টির মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।

স্যামসাং মোবাইল বাংলাদেশের কর্মকর্তারা প্রি-অর্ডার করা গ্রাহকদের কাছে গ্যালাক্সি এস৮ এবং এস৮+ হস্তান্তর করেন। স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর হেড অফ মোবাইল মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮+ উন্মোচনের মাধ্যমে আমরা স্মার্টফোন অভিজ্ঞতার নতুন একটি পথ খুলে দিয়েছি।”

গ্যালাক্সি এস৮-এর মূল্য ধরা হয়েছে ৭৭,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস৮ প্লাস-এর মূল্য ৮৩,৯০০ টাকা। হ্যান্ডসেটগুলো স্যামসাংয়ের সকল অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করা হয়।

গ্যালাক্সি এস৮ পাওয়া যাচেছ মিড নাইট ব্ল্যাক ও ম্যাপল গোল্ড রং-এ এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাচ্ছে মিড নাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রং-এ।

এর আগে, গ্রামীণফোন হাউসে এক অনুষ্ঠানে এস৮ এবং এস৮+ উন্মোচন করা হয় এবং সেখানে এই ডিভাইসগুলোর প্রি-অর্ডার ঘোষণা করা হয়।