টুইট দেখানো ঠিক করবে এআই

৩২ কোটি ৮০ লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারীর টাইমলাইনে কোন নির্দিষ্ট টুইটগুলো দেখানো হবে তা ঠিক করতে অ্যালগরিদমভিত্তিক টাইমলাইন থেকে সরে ডিপ লার্নিং ব্যবস্থা ব্যবহার করতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 11:54 AM
Updated : 10 May 2017, 11:54 AM

২০১৬ সালে টুইটার অ্যালগরিদমভিত্তিক টাইমলাইন নিয়ে আসে। এ পদ্ধতিতে উপযোগিতার উভর নির্ভর করে টুইটগুলো র‍্যাংক করা হয়, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এক ব্লগপোস্টে টুইটার-এর সফটওয়্যার প্রকৌশলীরা বলেন, “প্রতিষ্ঠানটি টাইমলাইনে কোনটি দেখানোর পরামর্শ দেওয়া উচিৎ তা ঠিক করতে প্রতি সেকেন্ডে হাজার হাজার টুইট মূল্যায়ন করছে।” এ ক্ষেত্রে টুইটে ছবি বা ভিডিও আছে কিনা, কতবার রিটুইট করা হয়েছে, কতগুলো লাইক পড়েছে আর অন্যান্য অ্যাকাউন্টধারীদের সঙ্গে ব্যবহারকাকারীর আগের কার্যক্রম কেমন- এ ধরনের নানা বিষয় বিবেচনা করা হচ্ছে।

এর আগে ফেইসবুক, গুগল আর মাইক্রোসফটও তাদের বিভিন্ন পণ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহারের চেষ্টা চালায়।