টুইটারের ৯৫ লাখ ডলারের শেয়ার কিনলেন ডরসি

চলতি বছর ফেব্রুয়ারিতে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৭০ লাখ ডলার মূল্যের শেয়ার কেনার পর, এবার প্রতিষ্ঠানটির আরও ৯৫ লাখ ডলার মূল্যের শেয়ার কেনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 07:21 AM
Updated : 30 April 2017, 07:21 AM

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার টুইটারের এই শেয়ার কেনার কথা প্রকাশ করেন ডরসি। এর কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য এক শতাংশ বৃদ্ধি পায়। 

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন (এসইসি)-এর নথি অনুযায়ী টুইটার প্রধান ৫৭৪০০২টি শেয়ার কিনেছেন, এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য প্রায় ১৬.৬২ ডলার করে পড়েছে।

প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে বলা হয়, “এই মূল্যটা হয়তো চুরি, আপনি যদি টুইটারের প্রতি শেয়ারের সর্বোচ্চ মূল্য ৭০ ডলার বা শেষ সপ্তাহের দাম দেখেন যা এর চেয়ে দুই ডলার কম, তার সঙ্গে তুলনা করেন তবে একে আপনার কাছে একটি খুবই বাজে কারবার মনে হবে।” 

চলতি সপ্তাহের শুরুতে টুইটার দাবি করে, তারা এ বছর প্রথম প্রান্তিকে ৫৪ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশা ৫১ কোটি ১৯ ডলার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, “এর ফলে টুইটারের শেয়ারের মূল্য বাড়ে, যা শেয়ারধারীদের জন্য উপকারি।”   

বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে আইএএনএস-এর খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে ডরসি’র চার লাখ শেয়ার ক্রয় থেকে টুইটার খুব বেশি কিছু পেতে পারেনি।  

২০১৭ সালে টুইটারের পক্ষ থেকেই বাড়তি ১০ লাখ শেয়ার কিনে নেওয়া হয়।

২০১৫ সালের অগাস্টে ডরসি অল্প কিছু শেয়ার কিনে নিয়েছিলেন।