তিন দশকেই রোবট সিইও আসবে: জ্যাক মা

প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোবটের ব্যবহার। ক্রমেই কর্মস্থলে মানুষের জায়গা দখল করছে এই রোবট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 12:44 PM
Updated : 24 April 2017, 12:44 PM

রোবটের কারণে মানুষ এক সময় কর্মহীন হয়ে পড়বে এমন আশংকার কথাও শোনা গেছে এর আগে। এবার সে আশাংকা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা।

তিনি মনে করেন রোবট একদিন সম্ববত তার জায়গাও নিয়ে নেবে। অর্থাৎ শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর পদে বসবে রোবট।

সম্প্রতিই ফরচুন ম্যাগাজিন-এর তালিকায় বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে নাম লিখিয়েছেন জ্যাক মা। তিনি বললেন- প্রযুক্তি অনেক নির্বাহী প্রধানকেই অপ্রাসঙ্গিক করে তুলবে, আর সেই দিন বেশি দূরে নয়।

“৩০ বছরের মধ্যে হয়তো রোবট সবচেয়ে ভালো প্রধান নির্বাহী হিসেবে টাইম ম্যাগাজিন-এর কাভার হবে,” চীনে এক উদ্যোক্তা সম্মেলনে একথা বলেন জ্যাক মা।

আর যেসব মানুষ এই দিনের জন্য প্রস্তুত নয় তাদেকে সামনের অন্ধকার জগতের জন্য সতর্কও করেছেন তিনি।

তিনি বলেন, “আগামী তিন দশকের মধ্যে মানুষ সুখের তুলনায় আরও বেশি কষ্ট অনুভব করবে।” এজন্য শিশুদেরকে সৃষ্টিশীল এবং আগ্রহী করে তুলতে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার আহবান জানান তিনি। এ ছাড়া শিশুদের ভবিষ্যতের প্রস্তুতি দুর্বল হবে বলে আশংকা প্রকাশ করলেন ইংরেজির এই সাবেক শিক্ষক।

তিনি আরও বলেন, রোবট মানুষের তুলনায় বেশি দ্রুততর এবং বিচক্ষণ। আর তারা আবেগের দ্বারা তাড়িত হয় না, প্রতিযোগীর ওপর রেগে যায় না।

এটি নিয়ে আস্থার কথাও জানিয়েছেন জ্যাক মা। দীর্ঘকালীন চিন্তা করলে রোবট আসলে মানুষের জীবনকে আরও উন্নত করবে বলে মনে করেন তিনি।

“১০ থেকে ২০ বছরের মধ্যে মানুষ দিনে চার ঘন্টা কাজ করবে, হয়তো সপ্তাহে তিন দিন,” বলেন জ্যাক মা।

কাজে কম সময় ব্যয় করে আমরা হয়তো তখন প্রশ্ন করবো, ‘কীভাবে বাঁচবো?’