রাজধানীতে অনুষ্ঠিত হলো রুবি সম্মেলন

২২ এপ্রিল অনুষ্ঠিত হয় রুবি ডেভেলপার কমিউনিটির সবচেয়ে বড় কনফারেন্স রুবিকন্‌ফ বাংলাদেশ ২০১৭ ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 12:51 PM
Updated : 23 April 2017, 12:51 PM

প্রায় ১৫০ জন রুবি ডেভেলপার এই কনফারেন্সে অংশ নেন বলে জানানো হয়। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ঢাকা অডিটোরিয়ামে দিনব্যাপী এই সম্মেলনে ১০টি প্রযুক্তি অধিবেশন পরিচালনা করেন রুবি বিশেষজ্ঞরা।

ন্যাসেনিয়া এবং বিডিরেনের গোল্ড স্পন্সরশিপে আর বিডিওএসএনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রুবির বিভিন্ন ফ্রেমওয়ার্ক- বিশেষ করে রুবি অন রেইলসের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

রুবি অন রেইলস একটি নতুন ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে দ্রুত ওয়েব অ্যাপ্লিকেশন লঞ্চ করা যায় বলে দাবি করা হয়েছে।

বাংলাদেশে ক্রমশই জনপ্রিয় হচ্ছে এই ফ্রেমওয়ার্কটি। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রুবি কমিউনিটির ভেতর যোগাযোগ বাড়ানো এবং নতুন প্রোগ্রামারদের উৎসাহিত করা।