সামনের বছরই হোন্ডা’র বৈদ্যুতিক গাড়ি

সামনের বছরই চীনে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করবে গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠান হোন্ডা মোটর কর্পোরেশন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 09:02 AM
Updated : 20 April 2017, 09:02 AM

বিশ্বের সবচেয়ে বড় অটোমোবাইল বাজার বিবেচনা করা হয় চীনকে। এই বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়তে থাকায় এখানেই বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে হোন্ডা, প্রতিষ্ঠানের এক নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে রয়টার্স।

বুধবার শাংহাই অটো প্রদর্শনীতে সাংবাদিকদের হোন্ডার চীনা প্রধান ইয়াশুয়াইড মিজুনো জানান, তারা বৈদ্যুতিক গাড়ির উন্নয়ন ‘তত্বরান্বিত’ করছেন। আশা করা হচ্ছে সামনের বছর শেষ হওয়ার আগেই গাড়িটি শোরুমে আনা হবে।

তিনি আরও জানান, এর সঙ্গে প্লাগ-ইন হাইব্রিড গাড়িও উন্মোচন করা হতে পারে। তবে, ঠিক কবে নাগাদ গাড়ি দু’টি বাজারে আনা হবে তা নিয়ে কোনো আভাস দেননি তিনি।

গাড়ি তৈরিতে সামনের বছর থেকে নতুন কঠোর আইন বাস্তবায়ন করতে যাচ্ছে চীন। ফলে দেশটিতে ‘নিউ এনার্জি ভেহিকলস’ (এনইভি) নামে পরিচিত গাড়ির উন্নয়নে নজর দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

নতুন নীতিমালা অনুযায়ী দেশটিতে প্রতিষ্ঠানের বিক্রি করা গাড়ির মধ্যে অন্তত আট শতাংশ প্লাগ-ইন গাড়ি হতে হবে। এগুলো হয় সম্পূর্ণ বৈদ্যুতিক বা প্লাগ-ইন হাইব্রিড যান হতে হবে বলে জানানো হয়।