এক ব্যাগে শতাধিক হারানো আইফোন!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোয়াচেলা সঙ্গীত উৎসবে হারানো হ্যান্ডসেট ট্র্যাক করতে গিয়ে একটি ব্যাগেই শতাধিক আইফোন পাওয়া গেছে, জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 11:28 AM
Updated : 19 April 2017, 11:28 AM

নিজেদের ফোন ট্র্যাক  করতে ট্র্যাককারীরা ‘ফাইন্ড মাই আইফোন অ্যাপ’ ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে কোনো ল্যাপটপ বা অন্য ডিভাইসের মাধ্যমে ফোনটি কোথায় আছে তা জানা যায়। ওই অ্যাপের মাধ্যমে পাওয়া এক সন্দেহভাজনকে এরপর ‘অনুসরণ’ করার পর ধরে ফেলা হয়। কয়েকটি ফোন সঙ্গে সঙ্গে আসল মালিকের কাছে ফেরত দেওয়া বলে জানিয়েছে পুলিশ।

বাকি হ্যান্ডসেটগুলোকে উৎসবের হারানো সম্পদ ব্যবস্থাপনার কাছে হস্তান্তর করা হয়েছে, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

আইফোন হারানো নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা শুরুর পর এই উৎসবে বাড়তি ব্যবস্থা নিয়েছে পুলিশ, প্রযুক্তি সাইট গিজমোডো-কে জানান সার্জেন্ট ড্যান মার্শাল।

উৎসবে অংশগ্রহণকারীদের নিম্নলিখিত উপদেশগুলো দেওয়া হয়েছে-

১। কোনো পেছনের পকেটে নয়, বরং মূল্যবান সামগ্রী চোখের সামনে রাখুন।

২। সব মূল্যবান সামগ্রী একত্রে রাখা হয়নি তা নিশ্চিত করতে হবে।

৩। চোরদের বোকা বানাতে একটি নকল ওয়ালেট ব্যবহার করুন।