প্রথম প্রান্তিকে আয় বাড়লো ইয়াহু’র

বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ইমেইল ও ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান ইয়াহুর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 09:15 AM
Updated : 19 April 2017, 09:15 AM

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভেরাইজনের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হওয়ার আগ মুহুর্তে এ প্রান্তিকে প্রতিষ্ঠানের আয় বেড়েছে ২২.১ শতাংশ, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

প্রথম প্রান্তিকে আয় বাড়ার মূল কারণ বলা হচ্ছে ইয়াহুর ম্যাভেন ব্যবসার বাড়তি চাহিদা। প্রতিষ্ঠানের মোবাইল, ভিডিও, স্থানীয় এবং সামাজিক বিজ্ঞাপন ব্যবসাকে বলা হয় ম্যাভেন ব্যবসা। এই খাতে প্রতিষ্ঠানের আয় ৩৫.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

৩১ মার্চ শেষ হওয়া প্রান্তিকে ইয়াহুর নিট আয় বলা হয়েছে ৯.৯৪ কোটি মার্কিন ডলার বা শেয়ার প্রতি ১০ সেন্ট। এক বছর আগে এ প্রান্তিকে প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ ছিল ৯.৯২ কোটি বা শেয়ার প্রতি ১০ সেন্ট।

এ প্রান্তিকে প্রতিষ্ঠানের মোট আয় ১০৯ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ কোটি মার্কিন ডলার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়াহুর মূল ব্যবসা কিনতে রাজি হয় ভেরাইজন। আগের বছরই এই চুক্তির কথা হলেও ইয়াহুর বড় ধরনের দুইটি সাইবার হামলার ঘটনা সামনে আসায় চুক্তি পুনর্বিবেচনা করে ভেরাইজন।

ফেব্রুয়ারিতে ৪৪৮ কোটি মার্কিন ডলারে ব্যবসা কিনতে সম্মতি জানায় ভেরাইজন, যা আগের চুক্তির চেয়ে ৩৫ কোটি মার্কিন ডলার কম। এ বছরের জুনে চুক্তি বাস্তবায়িত হবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেছে ইয়াহু।