৩০ হাজার খণ্ডকালীন কর্মী নিচ্ছে অ্যামাজন

সামনের বছরগুলোতে আরও ৩০ হাজার খণ্ডকালীন কর্মী নিয়োগের কথা জানিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 03:02 PM
Updated : 8 April 2017, 03:02 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, নিয়োগ দেওয়া কর্মীর মধ্যে ২৫০০০ গুদামে এবং বাকি ৫০০০ জনকে গ্রাহক সেবার কাজে লাগানো হবে-- বলা হয়েছে সিএনএন-এর প্রতিবেদনে।

সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ করতে হয় অ্যামাজনের খণ্ডকালীন কর্মীদের। এতে কাজ করায় কিছু বাড়তি কিছু সুবিধাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে উচ্চমাত্রার চাহিদা রয়েছে এমন বিষয়ের শীক্ষার্থীদের বেশির ভাগ টিউশন ফিও দিয়ে থাকে অ্যামাজন।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৪০ হাজার খণ্ডকালীন কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া চলতি বছরের জানিয়ারিতেই অ্যামাজনের পক্ষ থেকে বলা হয় সামনের দেড় বছরে এক লাখের বেশি পূর্ণকালীন কর্মী নিয়োগ দেওয়া হবে। ফলে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা দাঁড়াবে ২৮০০০০।

নতুন নিয়োগ দেওয়া পূর্ণকালীন বেশির ভাগ কর্মীকেই গুদামে এবং ফোন কল ধরার কাজে লাগানো হবে বলেও জানানো হয়।

চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগেই এই ঘোষণা দেয় অ্যামাজন। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে এর কৃতিত্ব নিয়েছে নতুন প্রশাসন।