ভারতে ডিজিটাল লেনদেন আনছে হোয়াটসঅ্যাপ

ভারতে ডিজিটাল লেনদেন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মালিকানাধীন চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2017, 02:44 PM
Updated : 4 April 2017, 02:44 PM

রয়টার্স জানায়, ভারতেই প্রথম এ ধরনের সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশটির ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নেতৃত্ব দিতে একজন কর্মী নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে চ্যাটিং অ্যাপটির সবচেয়ে বড় বাজার ভারত। দেশটিতে ২০ কোটির বেশি গ্রাহক রয়েছে হোয়াটসঅ্যাপ-এর। এর আগে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড-এর চ্যাটিং অ্যাপ উইচ্যাট-এ এমন ডিজিটাল পেমেন্ট সেবা দেখা গেছে।

অপিরিচিত এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সামনের ছয় মাসের মধ্যেই দেশটিতে ‘পিয়ার-টু-পিয়ার’ পেমেন্ট সেবা চালু করবে হোয়াটসঅ্যাপ।

এ বিষয়ে প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “হোয়াটসঅ্যাপ-এর জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আমরা বোঝার চেষ্টা করছি কীভাবে ডিজিটাল ইন্ডিয়া গড়ার উদ্যোগে আরও বেশি অবদান রাখতে পারি।”

সম্প্রতি দেশটির প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের বড় ব্যাংক নোটগুলো বাতিল করেন। ফলে দেশটিতে বেড়েছে ডিজিটাল লেনদেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন বলেছেন, ভারতে ডিজিটাল লেনদেন সেবায় বিনিয়োগের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তারা। এ ব্যাপারে তারা দেশটির সরকারের সঙ্গে কথোপকথন চালাচ্ছে।