হ্যাকিংয়ের শিকার নিউ ইয়র্ক পোস্ট

হ্যাকিংয়ের শিকার হয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট-এর মোবাইল অ্যাপ। অ্যাপটি থেকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে অ্যালার্ট পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 02:01 PM
Updated : 3 April 2017, 02:01 PM

রোববার গ্রাহকদের কাছে অ্যালার্ট যাওয়ার কয়েক ঘন্টা পর তাদের কাছে ক্ষমা চেয়েছেন নিউ ইয়র্ক পোস্ট কর্তৃপক্ষ, বলা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে।

অ্যালার্ট প্রদানের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আজ সন্ধায় আমাদের মোবাইল অ্যাপে বিশৃংখলা দেখা গেছে। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন।”

ক্ষমা চাইলেও অ্যালার্টের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি নিউ ইয়র্ক পোস্ট। তবে, টুইটারে গ্রাহকদের পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে তাতে বলা হচ্ছে “হেইল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!”। ১ এপ্রিল গ্রাহকের কাছে এমন বেশ কয়েকটি অ্যালার্ট আসে বলে জানানো হয়।

রয়টার্স-এর প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারে পোস্ট করা স্ক্রিনশটে দেখা গেছে এটি ছাড়া বাকি অ্যালার্টগুলো আরও বেশি রহস্যময়, অস্পষ্ট বা আপাতদৃষ্টিতে ধর্মীয় প্রকৃতির। সর্বশেষ অ্যালার্টটিতে বলা হয়েছে, “উইথ লুসিড লাভ, সেলাহ।”