দেশে ইন্টারনেট গ্রাহক পৌনে ৭ কোটি

১৬ কোটি মানুষের বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক এখন প্রায় অর্ধেক, যাদের অধিকাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 10:44 AM
Updated : 29 March 2017, 10:47 AM

চলতি বছর ফেব্রুয়ারি শেষের তথ্য হিসেবে করে বুধবার বিটিআরসির এক প্রতিবেদনে জানানো হযেছে, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার।

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেশি

গত বছর মার্চ শেষ নাগাদ বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ছাড়িয়ে যায়।

বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। ৬ কোটি ৩১ লাখ ২০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার। এর মধ্যে আট কোটির মতো সিম বর্তমানে চালু আছে বলে অপারেটরগুলোর ধারণা।

ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

তবে বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওয়াইম্যাক্স ইন্টারনেটে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা।