সন্ত্রাস দমনে সামাজিক মাধ্যম চান ব্রিটিশ মন্ত্রী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2017 05:10 PM BdST Updated: 26 Mar 2017 05:10 PM BdST
-
ছবি- রয়টার্স
উগ্রপন্থী আর সন্ত্রাসীদের ঠেকাতে সামাজিক মাধ্যমগুলোকে অবশ্যই আরও বেশি পদক্ষেপ নেওয়া উচিত, যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে এমন কথা বলেছেন দেশটির মন্ত্রীরা।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর রোববারের সংখ্যায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড তার এক লেখায় জানান, তিনি গুগল, টুইটার, ফেইসবুক-কে আরও ‘আগে থেকে সক্রিয়’ হওয়ার আহ্বান জানিয়েছেন। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
একই দিনে আরেক ব্রিটিশ দৈনিক টাইমস-এ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন উগ্রপন্থী কনটেন্টগুলো শনাক্ত ও সরিয়ে নিয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি উন্নয়নের আহ্বান জানান।
রাড বলেন, “প্রতিটি আক্রমণ আবারও নিশ্চিত করছে যে ইন্টারনেট সহিংসতার উদ্দীপনা ও উৎসাহ যোগাতে আর সব ধরনের উগ্রপন্থী আদর্শ ছড়িয়ে দিতে ব্যবহৃত হচ্ছে। আমাদের গুগল, টুইটার আর ফেইসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর সহায়তা দরকার। সহায়তা দরকার টেলিগ্রাম, ওয়ার্ডপ্রেস আর জাস্টপেস্ট ডট ইট-এর মতো ছোট প্রতিষ্ঠানগুলোরও।”
“আমাদের তাদের কাছ থেকে আরও প্রযুক্তিগত সমাধান প্রয়োজন।”
এ দিকে জনসন ইন্টারনেট জায়ান্টগুলোকে উগ্রপন্থী কনটেন্ট সরাতে তাদের ‘বিরক্তিকর’ ব্যর্থতা নিয়ে কথা শুনিয়েছেন। তিনি বলেন, “তারা এসবের (উগ্রপন্থী কনটেন্ট) সঙ্গে বিজ্ঞাপন প্রদর্শন করছে।”
লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে বুধবার এক হামলাকারী পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করে এবং ছুরিহাতে নিরাপত্তাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় গাড়ি চাপা পড়ে আয়শা ফ্রেড নামে এক নারী এবং যুক্তরাষ্ট্রের পর্যটক কার্ট কোচরান (৫৪) মারা যান। ছুরিকাঘাতে নিহত পুলিশ কর্মকর্তার নাম কিথ পামার। হামলায় আহত ৭৫ বছরের আরেক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
হামলাকারী খালিদ মাসুদ পুলিশের গুলিতে নিহত হন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও খবর-
বিজ্ঞাপন: নিশ্চয়তা দিচ্ছেন না স্মিড
-
স্মার্টফোনের বিক্রি কমলেও ‘সুদিন’ চলছে স্যামসাংয়ের
-
ট্রিলজিতে ‘ভজঘট’, জিটিএ ৬-এর দিকে ঝুঁকছে রকস্টার
-
গেইমিংয়ের জন্য ‘রোগ ফোন ৬’ এবং ‘৬ প্রো’ আনছে আসুস
-
যোগাযোগ হারিয়েছে নাসার ‘ক্যাপস্টোন’ স্যাটেলাইট
-
ভারত সরকারকে ‘চ্যালেঞ্জ’ টুইটারের
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন