‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট বিজ্ঞাপন’ সরাল গুগল

গুগল হোমে স্বয়ংক্রিয়ভাবে বেজে চলা বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার অডিও সরিয়ে নিচ্ছে সার্চ জায়ান্টটি।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 03:09 PM
Updated : 18 March 2017, 03:10 PM

“ডিজনি-র লাইভ অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্ট চালু হচ্ছে আজ থেকে,” সময়, আবহাওয়া আর ভ্রমণ নিয়ে আপডেট বলার পর এই স্মার্ট স্পিকার এই কথা বলে। টুইটার-এ এক ভিডিও পোস্টে এই সিনেমার প্লট ব্যাখ্যা করা হয়। এতে বলা হয় সিনেমার প্রধান চরিত্র বেলে ‘এর আনন্দ বাড়িয়েছে’।

বিজ্ঞাপন হিসেবে হোমে এই সিনেমার অংশবিশেষ রাখা হয়েছিল-এমনটা অস্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডিজিটাল অ্যাসিট্যান্স-এর ‘মাই ডে’ ফিচারের অংশ হিসেবে ক্যালেন্ডার ইভেন্টস আর নিউজ বুলেটিনের সঙ্গে এটি প্রদর্শন করা হচ্ছিল।

“বিজ্ঞাপন হিসেবে একে রাখা হয়নি,” এক মুখপাত্র বিবিসি-কে বলেন।

“অনলাইনে যা প্রচারিত হচ্ছিল তা মূলত মাই ডে ফিচারের অংশ, যেখানে দিনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। আমরা এখানে সময়োপযোগী তথ্য রাখি।”

“আমরা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নয়নে অনন্য কিছু কনটেন্ট রাখি আর আমরা এসব ক্ষেত্রে আরও ভাল কিছু করতে পারি।”   

এর আগে থিম হিসেবে গুগল হোমে ব্ল্যাক হিস্ট্রি মান্থ আর অস্কার ছিল।