জাপানে দিন ফুরাল প্লেস্টেশন ৩-এর

অন্তিমকাল ঘনিয়েছে প্লেস্টেশন ৩ এর।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 02:59 PM
Updated : 18 March 2017, 02:59 PM

জাপানে প্লেস্টেশন ৩ বানানো বন্ধ করতে যাচ্ছে দেশটির ইলেকট্রনিক জায়ান্ট সনি।

ঠিক কবে নাগাদ এই উৎপাদন কবে শেষ হবে তা নিয়ে প্রতিষ্ঠানটি এখনও কোনো তারিখ ঘোষণা করেনি। কিন্তু সনি’র ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশটিতে ৫০০ জিবি মডেলটি এখন কেবল উৎপাদন করা হচ্ছে আর এর চালানও “খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে।”

জাপানের এক গেইমিং দোকানের এক টুইটে বলা হয়েছে- চলতি বছর মার্চ মাসের পর থেকে তারা সব চালান বাতিল করে দিচ্ছে। ২০০৬ সালের নভেম্বর মাসে এই কনসোল মুক্তি পায়। ২০১৪ সালে একে সরিয়ে বাজারে আসে প্লেস্টেশন ৪। 

এর আগে সনি জানিয়েছিল, তারা সব কনসোলের জন্য ১০ বছরের উৎপাদন চক্র রাখতে কাজ করে যাচ্ছে। সে হিসেবে এই কনসোলের উৎপাদনও আগের নির্ধারণ করা সময়েই শেষ হতে যাচ্ছে, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। 

এই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে এই কনসোলগুলোর জন্য প্রতিষ্ঠানটির সাপোর্ট শীঘ্রই বন্ধ হয়ে যাবে। একই সময়ে প্রতিষ্ঠানটি আপডেটও কমিয়ে দেবে। যার ফলে অনলাইন সেবা আর ডিজিটাল ডাউনলোডের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলোর কোনো সমাধান আর থাকবে না।

চলতি বছরের পুরোটা জুড়ে কিছু কনসোল বিক্রি হতে পারে। কিন্তু তা সিস্টেমের মুল্যমান কমানোর জন্য সীমিত পরিমাণে হবে বলে জানা গেছে।