পিসিতে খেলা যাবে পিএস৪ গেইম

বাসার কম্পিউটারে প্লেস্টেশন৪ (পিএস৪) গেইম খেলতে পারবেন পিসি ব্যবহারকারীরা- এমন পরিকল্পনার ঘোষণার দিয়েছে জাপানি ইলেকট্রনিক জায়ান্ট সনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 02:40 PM
Updated : 14 March 2017, 02:40 PM

এক ব্লগে প্লেস্টেশন নাও স্ট্রিমিং সেবার এক বর্ধিত অংশে এই সেবা দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়। কিন্তু কবে থেকে গেইমগুলো পিসির জন্য পাওয়া যাবে তা নিয়ে কোনো তারিখ দেওয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি। “সামনের কয়েক সপ্তাহের” মধ্যেই অল্প সংখ্যক কিছু গেইম নিয়ে পরীক্ষা চালানো শুরু হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আগের পিএস৩ গেইম থেকে শুরু করে পিএস৪ কনসোল আর পিসি গেইম, সবকিছুর জন্য অনেকে এখন প্লেস্টেশন নাও ব্যবহার করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সনি’র এক মুখপাত্র ব্রায়ান ডান ওই ব্লগে জানান, প্লেস্টেশন নাও-এর একটি স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনে পিএস৪ গেইমগুলোও রাখা হবে। যুক্তরাজ্যে এ সাবস্ক্রিপশনের জন্য খরচ হবে ১২.৯৯ পাউন্ড আর যুক্তরাষ্ট্রে ১৯.৯৯ ডলার।

স্ট্রিমিং সেবায় কোন গেইমগুলো আগে আনা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডান। বর্তমানে সনির এই সেবার মাধ্যমে ৪৮৩টি পুরানো প্লেস্টেশন গেইম অ্যাকসেস করা যাচ্ছে।

এই সেবা ব্যবহারে ন্যুনতম ৫ এমবিপিএস গতির ব্রডব্যান্ড রাখার পরামর্শ দিয়েছে সনি।

কিছুসংখ্যক সক্রিয় গ্রাহককে শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই গেইমগুলো খেলতে আমন্ত্রণ পাঠানো হবে বলে জানান ডান।