তুরস্কে তদন্তের মুখে গুগল

গুগল তুরস্কের কোনো প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কম্পিটিশন বোর্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 03:28 PM
Updated : 6 March 2017, 03:28 PM

সোমবার মার্কিন প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে এই তদন্ত শুরুর কথা জানায় সংস্থাটি, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পণ্য নির্মাতা প্রতিষ্ঠান, মোবাইল যোগাযোগ ব্যবস্থা, অ্যাপ্লিকেশন আর সেবার সঙ্গে গুগলের চুক্তি দেশটির কোনো আইন লঙ্ঘণ করছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এর আগে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করাটা জরুরি নয়। কিন্তু দ্বিতীয়বারের মতো মূল্যায়ন করে সিদ্ধান্ত বদলেছে সংস্থাটি।

এ দিকে গুগলের বিরুদ্ধে আনা অ্যান্টিট্রাস্ট অভিযোগের বিষয়গুলো নিয়ে ২০১৭ সালে ইইউ নিয়ন্ত্রকরা রায় দেবেন বলে আশা করা হচ্ছে। প্রায় সাত বছর আগে মাইক্রোসফট আর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা গুগলের বিরুদ্ধে নালিশ করলে ইইউ তদন্ত শুরু করে। এরপর থেকেই ইইউ এর সঙ্গে এই মামলাগুলো লড়তে হচ্ছে গুগলকে।

এর আগে অনলাইন সার্চ বিজ্ঞাপনে প্রতিদ্বন্দ্বীদের রুখে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে ইউরোপিয়ান কমিশন-এর করা কয়েকটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে গুগল। ২০১৬ সালের নভেম্বরে ইইউ’র অ্যান্টিট্রাস্ট প্রধান মারগ্রেথ ভেস্টেগার-এর সঙ্গে দেখা করেন গুগল প্রধান সুন্দার পিচাই।