যানজটে গাড়ি উড়াবে ড্রোন

যানজটের সময় গাড়িকে উড়িয়ে নিয়ে যাবে ড্রোন, এমনই এক গাড়ির ধারণা উন্মোচনের পরিকল্পনা করেছে প্লেন নির্মাতা ফরাসী প্রতিষ্ঠান এয়ারবাস।

ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 12:37 PM
Updated : 4 March 2017, 12:37 PM

অটোমোবাইলবিষয়ক সংবাদ সাইট অটোমোটিভ নিউজ প্রথম এমন খবর প্রকাশ করে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার।

৯ মার্চ শুরু হতে যাওয়া জেনেভা অটো শো-তে গাড়ি নির্মাণ প্রকৌশল এবং ডিজাইন প্রতিষ্ঠান ইটালডিজাইন-এর সঙ্গে মিলে এই উন্মোচন করবে এয়ারবাস। তবে এ নিয়ে মন্তব্য করতে বিজনেস ইনসাইডার-এর কাছে দুই প্রতিষ্ঠানই অস্বীকৃতি প্রকাশ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এক সূত্রের বরাতে অটোমোটিভ নিউজ জানায়, ৫ মিটার (প্রায় ১৬ ফুট) র্দীঘ একটি ড্রোন নতুন এই গাড়িটিকে উড়িয়ে নিয়ে যাবে।

এয়ারবাস সম্প্রতিক তার এই ‘উড়ুক্কু গাড়ি’র সংজ্ঞায় জানিয়েছে, এটি এমন এক গাড়ি যা উলম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। আর এই লম্বভাবে উড্ডয়ন এবং অবরণের কারণে এর কোনো রানওয়ে’র দরকার হবে না।

এয়ারবাস’র সিলিকন ভ্যালি শাখা এ-কিউবড ‘প্রজেক্ট ভাহানা’ নামে একজন যাত্রী নিতে পারে এমনই এক বৈদ্যুতিক এয়ারক্র্যাফট তৈরি করছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ‘সিটিএয়ারবাস’ নামে উড়ুক্কু ট্যাক্সির আরেকটি প্রকল্প নিয়ে কাজ করছে।