কর্মীর কাছে ক্ষমা চাইলেন উবার প্রধান

চালককে বারবার গালমন্দ করায় ক্ষমা চেয়েছেন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার প্রধান ট্রাভিস কালানিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:03 PM
Updated : 1 March 2017, 12:03 PM

ফেরব্রুয়ারি মাসের শুরুর দিকে ফাওজি কামেল নামের একজন উবার চালক কালানিককে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় চালক অভিযোগ করেন তার আয় কমছে এবং এর জন্য উবার-এর ভাড়ার কাঠামোকে দায়ী করেন তিনি। এমন অভিযোগের প্রেক্ষিতেই ওই চালককে বারবার গালমন্দ করেন কালানিক, জানিয়েছে বিবিসি।

পরবর্তীতে ওই সময়কার ধারণ করা ভিডিও প্রকাশ করে ব্লুমবার্গ। তার এমন আচরণের জন্য কর্মীদের কাছে ইমেইলে ক্ষমা চেয়েছেন কালানিক।

ইমেইল-এ কালানিক বলেন, তার আচরণের জন্য তিনি ‘লজ্জিত’ এবং তিনি স্বীকার করেন তার ‘পরিণত হয়ে ওঠা’ দরকার।

ঘটনার দিন বেশ কিছুক্ষণ গালাগালির পর কালানিক ৩৭ বছর বয়সী ওই চালককে বলেন, “কিছু মানুষ দায়িত্ব নিতে পছন্দ করেন না। তারা তাদের জীবনের সবকিছুর জন্য অন্য কাউকে দোষারোপ করে। আপনার জন্য শুভ কামনা!”

এ ঘটানের জন্য ক্ষমা চেয়ে কালানিক বলেন, “এখন পর্যন্ত আমি নিশ্চিত আপনারা ভিডিওটি দেখেছেন, যেখানে আমি উবার চালককে অসম্মান করেছি। তাই আমি লজ্জিত।”

“আপনাদের নেতা হিসেবে আমার কাজ হল নেতৃত্ব দেওয়া এবং সেটি শুরু হয় এমন ব্যবহার দিয়ে যা আমাদেরকে গর্বিত করে। আর আমি যা করেছি সেটি তেমন কিছু ছিল না। এবং এর পক্ষে কোনো যুক্তিও দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “এটা স্পষ্ট যে ভিডিওটি আমার একটি প্রতিফলন। আমি এর জন্য ফাওজির কাছে, সেই সঙ্গে চালকদের এবং উবার দলের কাছে ক্ষমা চাই।”