মেক্সিকোয় মাইক্রোসফটের সাইবার নিরাপত্তা কেন্দ্র

মেক্সিকোতে একটি সাইবার নিরাপত্তা কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 03:09 PM
Updated : 26 Feb 2017, 03:09 PM

দেশটির প্রতিষ্ঠান ও নাগরিকদের সাইবার নিরাপত্তা বাড়াতে সহায়তার পাশাপাশি সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা করতে এই নিরাপত্তা কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে আইএএনএস।

মাইক্রোসফট জানিয়েছে, এই সাইবার সিকিউরিটি এনগেজমেন্ট সেন্টার মেক্সিকো আর দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে সেবা দেবে।

মাইক্রোসফট মেক্সিকো’র মহাব্যবস্থাপক জর্জ সিলভা বলেন, “এই সাইবার নিরাপত্তা কেন্দ্র চালুর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সাইবার আক্রমণ আর নিরাপত্তা ঝুঁকির সুরক্ষা দিতে যাচ্ছি, সেই সঙ্গে ঝুঁকিগুলো শনাক্ত করে সমাধানও দিতে যাচ্ছি।

এই সেন্টার সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। বিশেষত বটনেট প্রকল্পের মতো কার্যক্রম চালায় এমন সাইবার অপরাধ সংগঠনগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা চালানো হবে। কোনো কম্পিউটারের নেটওয়ার্ক কোনো ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে আক্রান্ত করে, ব্যবহারকারীর অজান্তেই এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এমন নেটওয়ার্ক-কে বটনেট বলা হয়।

সাইবার অপরাধ ঠেকাতে মেক্সিকো আর দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ আর মাইক্রোসফট-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একত্রে কাজ করতে এই নিরাপত্তা কেন্দ্র সহায়তা করবে।

সিলভা বলেন, “এই কেন্দ্র চালুর মাধ্যমে আমরা মাইক্রোসফটের নিরাপত্তা সেবা গ্রাহকদের আরও কাছে নিয়ে আসছি।”