যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সতর্ক করবে অ্যাপ

যুক্তরাষ্ট্রে সেলসো মিরেলেস নামের এক ডেভেলপার একটি বিশেষ অ্যাপ বানাচ্ছেন। এই অ্যাপ অভিবাসীর খোঁজে চালানো তল্লাশি অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ও অনিবন্ধিত অভিবাসীদের এসব অভিযান এড়িয়ে যেতে সতর্ক বার্তা পাঠাবে, জানিয়েছে মার্কিন সাময়িকী ফরচুন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 02:46 PM
Updated : 26 Feb 2017, 02:46 PM

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘রেডঅ্যাড অ্যালারটাস (রেইড অ্যালার্টস)’। ওবামা প্রশাসনের সময় অভিবাসী নিয়ে আইন প্রয়োগ বাড়ার বিষয়টি নজরে এলে এই অ্যাপ বানানো শুরু করেন এর নির্মাতা, বলা হয়েছে সাময়িকীটির প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে গেলে কাজের গতি বাড়িয়ে দেন তিনি। সম্প্রতি ট্রাম্প প্রশাসন মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার অঙ্গীকার মেটাতে প্রথম জরুরী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বলে ঘোষণা দিয়েছে।

পুরোপুরি বানানো শেষ হলে অ্যাপটি বিভিন্ন তল্লাশির প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করবে। কোনো একটি তল্লাশির খবর নিশ্চিত হয়ে গেলে অ্যাপটি থেকে টেক্সট মেসেজ-এর মাধ্যমে ২০ মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। 

সামাজিক বিচার প্রচারণাকর্মীদের কাছ থেকে সমর্থন পাওয়া এই অ্যাপ সামনের তিন মাসের মধ্যে চালুর পরিকল্পনা করা হয়েছে।