মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্স ড্রাগন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2017 05:38 PM BdST Updated: 25 Feb 2017 05:38 PM BdST
-
ছবি- নাসা
ত্রুটির কারণে একদিন বিলম্বের পর দ্বিতীয়বারে সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসিউল।
একদিন আগেই মহাকাশযানটি কেন্দ্রে পৌঁছানোর কথা থাকলেও জিপিএস ত্রুটির কারণে প্রথমদিন এটি ব্যর্থ হয়। মহাকাশ কেন্দ্র থেকে প্রায় এক মাইল দূরে অবস্থান করে এটি। পরেরদিন আবার চেষ্টা করা হলে এটি সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছায়, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
কেন্দ্রে পৌঁছানোর সময় এটি অস্ট্রেলিয়ার ওপরে মহাকাশে ভাসমান ছিল। দ্বিতীয় চেষ্টায় মহাকাশ কেন্দ্রের নভোচারীরা এটির ৫৭ ফুট দীর্ঘ রোবোটিক হাত দিয়ে ক্যাপসিউলটি ধরতে সক্ষম হন।
ড্রাগন মহাকাশযানটিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত নভোচারীদের জন্য পাঁচ হাজার পাউন্ড কার্গো এবং পরীক্ষার যন্ত্রাদি প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে ছয়জন নভোচারী রয়েছেন। এর মধ্যে দুই জন যুক্তরাষ্ট্রের, তিনজন রাশিয়া এবং একজন ফরাসী।
যানটি কেন্দ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার নির্দেশ দেওয়া হয়েছে নভোচারীদের। সামনের এক মাস যানটি মহাকাশ কেন্দ্রেই থাকবে। পরবর্তীতে মহাকাশ গবেষণার তথ্য নিয়ে এটি ভূমিতে ফিরবে।
সামনের শুক্রবারে আরেকটি সরবরাহ যান পৌঁছাবে মহাকাশ কেন্দ্রে। এবারের যানটি আসবে রাশিয়া থেকে।
ড্রগান যানটি ঠিকভাবে পৌঁছানোর পর মিশন কন্ট্রোল-এর পক্ষ থেকে বলা হয়, “বিলম্বের জন্য দুঃখিত। এখন মূল কাজ শুরু হবে।”
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ফরাসী নভোচারী থমাস পেসকুয়ে বলেন, “পৃথিবী থেকে সফল যাত্রার জন্য ড্রাগন-কে অভিনন্দন এবং কেন্দ্রে এটিকে স্বাগত।”
কার্গোতে পাঠানো গবেষণার বস্তুর মধ্যে ২০টি ইঁদুরও রয়েছে। মহাকাশে আঘাত পেলে সেগুলো কিভাবে ক্ষত থেকে সেরে ওঠে সেটিই পরীক্ষা করা হবে। একই গবেষণায় পৃথিবীতেও ২০টি ইঁদুর ব্যবহার করা হচ্ছে।
এর আগে স্পেসএক্স-এর এই রকেট উৎক্ষেপণকে ঐতিহাসিক তকমা দেওয়া হয়, কারণ ২০১১ সালের জুলাইয়ে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র স্পেস শাটল অবসরে যাওয়ার পর এখান থেকে আর কোনো রকেট উৎক্ষেপণ করা হয়নি। ২০১১-এর পর রোববার স্পেসএক্স-এর এটি ছিল কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯-এর প্রথম রকেট উৎক্ষেপণ, জানিয়েছে সিএনএন।
একদিন আগেই রকেটটি উৎক্ষেপণের কথা ছিল স্পেসএক্স-এর। কিন্তু শেষ মুহুর্তে তা বাতিল করা হয়।
এই কমপ্লেক্স ৩৯ থেকেই চাঁদে অ্যাপোলো মিশন পাঠানো হয়েছিল। এবার এখান থেকেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ড্রাগন নামের মহাকাশযান পাঠানো হয়েছে।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ